১৮ মাসের শিশুকণ্যার খোঁজে সিএনজি চালকের মানবন্ধন

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার সিএনজি চালক ফাহাদুল আলমের আঠারো মাসের ছোট্ট শিশু মেয়ে রাইসা ইসলামকে নিখোঁজের আট মাসেও উদ্ধার করতে পারেনি ফতুল্লা থানা পুলিশ। নিখোঁজ মেয়ের সন্ধানের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ফাহাদুল আলম।

বৃহস্পতিবার (২ জুন) এই মানববন্ধন করা হয়। নিখোঁজের পর পরই ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন ফাহাদুল আলম যা বর্তমানে পিবিআইয়ে হস্তান্তর করা হয়েছে।

ফাহাদুল ইসলাম জানান, আমি সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমার পূর্ব পরিচিত আরেক সিএনজি চালক কাশেম একদিন রাজিয়া (১৮) নামের এক নারীকে নিয়ে এসে বলে সে অসহায় তাকে তোমাদের বাড়িতে কয়েকদিন রাখো। আমি তাকে আশ্রয় দেই। গত বছরের ১১ অক্টোবর বিকেলে সে আমার মেয়েকে নিয়ে মুড়ি খাওয়ার কথা বলে বাহিরে বের হয় এবং আমার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। নিখোঁজের আট মাস হলেও আমি এখনও আমার মেয়েকে পাইনি।

তিনি আরও জানান, পিবিআইতে মামলাটি আছে এখন। আমি এদিক ওদিক ঘুরছি। কাসেম ওই নারীকে দিয়ে আমার মেয়েকে অপহরণ করিয়েছে। পরে সেদিন রাতেই পুলিশ কাশেমকে ধরে নিয়ে যায়। আমরা একাধিক সিসিটিভি ফুটেজ দিয়েছি পুলিশকে যেখানে ওই নারী কাশেমের সঙ্গে কথা বলছে। ও সবকিছু জানে। পুলিশ বলে আপনি দেখে রাখেন। তারা ফুটেজ নেয়নি।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ