সন্ত্রাসী হামলায় গুরুতর আহত অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ মেইল: সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার পল্টনে সন্ত্রাসীরা মামুন মাহমুদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শরীরে পাঁচটি ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছেন নাঃগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক মনিরুল ইসলাম রবি।

মনিরুল ইসলাম রবি নারায়ণগঞ্জ মেইলকে বলেন, সোমবার নাঃগঞ্জ জেলা বিএনপি’র ইফতার মাহফিল ছিল ঢাকার দারুস সালাম রোডে। ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে সবাই নারায়ণগঞ্জের দিকে ফেরার পথে সন্ত্রাসীরা জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের উপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো ছুরি দিয়ে শরীরর পাঁচ স্থানে আঘাত করে।

তিনি বলেন, এটা পূর্বপরিকল্পিত ছিলো কারণ যদি ছিনতাইকারী হতো তারা মোবাইল-মানিব্যাগ নিয়ে যেতো। কিন্তু সন্ত্রাসীরা শুধু মামুন মাহমুদকে আঘাত করে পালিয়ে গেছে। তার সাথে থাকা কোনো জিনিসপত্র লুট করার চেষ্টা করেনি। তাতেই বোঝা যায় পূর্ব পরিকল্পিতভাবে তার উপর আক্রমণ করা হয়েছে।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ