এবারো কি ছাড় দেবেন পারভীন ওসমান!

নারায়ণগঞ্জ মেইল: প্রয়াত সাংসদ নাসিম ওসমানের মৃত্যুর পর গত ২৬ মার্চ প্রথমবারের মত তার কর্মীরা রাজনীতির মাঠে উজ্জীবিত হয়েছেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহরবাসীকে তাক্ লাগিয়ে দিয়েছিলেন পারভীন ওসমান। পারভীন ওসমানের এই শো-ডাউনে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন নারায়ণগঞ্জ জাতীয় পার্টির নেতাকর্মীরা। কেননা নারায়ণগঞ্জের রাজনীতিতে একসময় জাতীয় পার্টির বেশ দাপট থাকলেও বর্তমান পরিস্থিতিতে রাজনীতির মাঠে ঝিমিয়ে পড়েছে জাতীয় পার্টি। নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে দুটি আসন জাতীয় পার্টির দখলে থাকলেও দলীয় কার্যালয় নেই। মূলত ২০১৪ সালের ৩০ এপ্রিল নাসিম ওসমানের মৃত্যুর পর অভিভাবকহীন হয়ে পড়েছিল নারায়ণগঞ্জ জাতীয় পার্টি। তবে অবশেষে গত ২৬ মার্চ পারভীন ওসমানের শো-ডাউনের মধ্যদিয়ে জাতীয় পার্টির নেতারা তাদের অভিভাবককে পুনরায় ফিরে গেয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির অবহেলিত নেতারা।

সূত্র বলছে, গত এক দশকের রাজনীতি পর্যালোচনা করে দেখা যায়, ঐতিহ্যবাহী ওসমান পরিবারের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা একেএম নাসিম ওসমানের মৃত্যুর পরে আকষ্মিকভাবে পাল্টে যেতে থাকে দৃশ্যপট। নারায়ণগঞ্জের রাজনীতিতে দুর্দান্ড প্রতাপশালী নেতা একেএম নাসিম ওসমানের পরিবার থেকে নেতৃত্ব বিকশিত হওয়ার পথে পদে পদে অন্তরায় সৃষ্টি হতে থাকে। নাসিম ওসমানের মৃত্যুর পর তাঁর আসনে উপ-নির্বাচনে পারভীন ওসমানের নির্বাচন করার কথা থাকলেও তিনি ছাড় দেয়ায় একেএম সেলিম ওসমান জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নারায়ণগঞ্জ-৫ আসনে পারভীন ওসমান আলোচনায় থাকলেও দ্বিতীয় বারের মত তিনি ছাড় দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হওয়ার কথা ছিলো পারভীন ওসমানের। কিন্তু অদৃশ্য শক্তির প্রভাবে সেটাও হয়নি। এবার নতুন করে দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় উঠে এসেছেন পারভীন ওসমান। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হওয়া অত:পর শহরে বিশাল শো-ডাউনের মধ্যদিয়ে রাজনীতির দৃশ্যপট পাল্টে যেতে শুরু করেছে। তবে আগামী নির্বাচনেও কি পারভীন ওসমান ছাড় দিবেন- এমন প্রশ্ন জাতীয় পার্টির নেতাদের মুখে মুখে।

তবে স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা বলছেন, নাসিম ওসমানের মৃত্যুর পর আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। তাই আমরা নাসিম ওসমানের আসনে তার সহধর্মিনী পারভীন ওসমানকে দেখতে চাই। নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে দুটি আসন আমাদের দলীয় এমপি থাকার পরও আজ শহরে আমাদের দলীয় কার্যালয় নেই যা খুবই দু:খজনক। তাই আগামী নির্বাচনে পারভীন ওসমানকে মাঠে থাকার অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ জাতীয় পার্টির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীদের মতে, নাসিম ওসমানের যোগ্য উত্তরসুরী হিসেবে তার সহধর্মীনী পারভীন ওসমানকে তার যোগ্য সম্মান দেওয়া হয়নি। চারবারের সাংসদ নাসিম ওসমান পত্নী এখনও পর্যন্ত জাতীয় কিংবা স্থানীয় পর্যায়ে কোনো জনপ্রতিনিধি হতে পারেননি, যা বিষ্ময়ের জন্ম দিয়েছে নাসিম ওসমান অনুসারীদের মনে। বিভিন্ন ইস্যুতে মা-ছেলেকে বারবার কোনঠাসা করে রাখার চেষ্টা করছে একটি মহল- এমনটাই দাবী তাদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ