কপাল পুড়ছে সেলিম ওসমানের!

নারায়ণগঞ্জ মেইল: প্রয়াত সাংসদ নাসিম ওসমানের মৃত্যুর পর নারায়ণগঞ্জ -৫ আসনের উপ-নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন ব্যবসায়ী নেতা সেলিম ওসমান। পরবর্তিতে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মহাজোটের প্রার্থী হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে টানা দ্বিতীয় বাবের মত নির্বাচিত হয়েছেন তিনি। মহাজোটের প্রার্থী হওয়ায় দুইবার ছাড় পেলেও আগামী দ্বাদশ জাতীয় সেই সুযোগ কতটা পাবেন তা নিয়ে শংকিত খোদ জাতীয় পার্টি নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে তাই ততই টেনশনে পড়ছেন সেলিম ওসমান।

 

সূত্র বলছে, স্থানীয় আওয়ামীলীগের শীর্ষ নেতারা দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী দাবী করে আসছিল। স্থানীয় নেতাদের দাবীর প্রেক্ষিতে নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী দেয়ার আশ্বাস নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এরপর থেকেই আগামী নির্বাচনে নৌকা প্রতীক পেতেই কেন্দ্রে লবিং করছেন সেলিম ওসমান। কিন্তু এখনো পর্যন্ত তার নৌকা পাওয়ার বিষয়টি অনেকটা অনিশ্চিত।

 

স্থানীয়দের মতে, ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেও একজন দক্ষ রাজনীতিবীদ হতে পারেননি সেলিম ওসমান। বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে বিষোদগার করলেও বিএনপির কতিপয় নেতাদের সাথে রয়েছে তার সুসম্পর্ক। এছাড়াও লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পরই দলীয় কার্যালয় হারিয়েছে নারায়ণগঞ্জ জাতীয় পার্টি। টানা দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হলেও দলীয় কার্যালয় উপহার দিতে পারেনি নেতাকর্মীদের।

 

স্থানীয় আওয়ামীলীগের শীর্ষ নেতা ও জাতীয় পার্টির একাংশের নেতাদের সাথে বিরোধ, বিএনপি নেতাদের সাথে ঘনিষ্ঠতা, শারীরিকভাবে অসুস্থ থাকা, নাসিম ওসমান পরিবারের সাথে দূরত্ব, শীর্ষ ব্যববসায়ীরা নাখোশসহ নানা কারণে অনেকটা বেকায়দায় রয়েছেন তিনি। যার প্রভাব পড়তে পারে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। ইতিমধ্যে সেলিম ওসমানের বিকল্প প্রার্থী হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরী করতে মাঠে রয়েছেন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনী ও জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান। প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন পারভীন ওসমান। সেলিম ওসমান নৌকা প্রতীক পাওয়ার চেষ্টার কারণে আগামী নির্বাচনে সদর-বন্দর আসনে পারভীন ওসমান লাঙ্গল প্রতীক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এনিয়ে অনেকটা চিন্তিত রয়েছেন সেলিম ওসমান।

 

এছাড়াও নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠনগুলোতেও আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে সেলিম ওসমানের বিরুদ্ধে। ক্ষমতার প্রভাব খাঁটিয়ে বিনা ভোটে বার বার বিকেএমইএ’ও সভাপতি নির্বাচিত হয়ে আসছেন। এছাড়াও ৩৪টি ব্যবসায়ী সংগঠন এককভাবে নিয়ন্ত্রন করছেন তিনি। তার অনুসারিরাই সংগঠনগুলো নেতৃত্বে রয়েছেন। সেলিম ওসমানের কথার অবাধ্য হলেই নেতৃত্ব থেকে আউট করে দেয়ার অভিযোগ রয়েছে। যার ফলে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা সেলিম ওসমানের কাছে অনেকটা জিম্মি হয়ে পড়েছেন। সেলিম ওসমানের ভয়ে ব্যবসায়ীরা মুখ খুলতেও ভয় পান বলে অভিযোগ রয়েছে। যার প্রভাব পড়তে পারে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ