মন্ত্রীর পাশে ফেরারি আসামী, খুঁজে পায়না পুলিশ!

নারায়ণগঞ্জ মেইল: করোনায় মারা যাওয়া ব্যক্তির দাফন ও সৎকারসহ নানা কার্যক্রমে আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন সায়েদা শিউলী নামক এক নারী। ১৬ মে রাত একটার দিকে ফতুল্লা মডেল থানায় সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি (৪০) বাদী হয়ে ওই মামলা দায়ের করেছিলেন। এতে আরটিএন ফেরদৌসি আক্তার রেহানা নামে আরেক নারীকেও আসামি করা হয়েছে। ওই নারীর অভিযোগ, কাউন্সিলর খোরশেদ ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে আপত্তিকর, বানোয়াট ও মিথ্যা কাহিনী সাজিয়ে কুৎসা রটিয়েছেন। এতে তার মানহানি হয়েছে। সেই মামলার পর থেকেই পলাতক রয়েছেন কাউন্সিলর খোরশেদ। উচ্চ আদালতে আগাম জামিন বন্ধ থাকায় ফেরারি জীবন বেছে নেয়া ছাড়া তার কাছে বিকল্প কোন পথ খোলা ছিলো না।

এদিকে আসামী গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে খোরশেদের স্ত্রী দাবি করা সেই নারী সায়েদা শিউলী নারায়ণগঞ্জ মেইলকে জানান, প্রায় এক মাস হয়ে গেলো মামলা দায়ের করেছি কিন্তু এখনও আসামী গ্রেফতার হচ্ছে না। এতে করে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। আমি প্রশাসনের উপর আস্থাশীল, আশা করছি তারা খুব শিঘ্রই খোরশেদকে গ্রেফতার করতে সক্ষম হবে।

কাউন্সিলর খোরশেদের গ্রেফতারের বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান নারায়ণগঞ্জ মেইলকে জানান, আমরা চেষ্টা করছি। আসামী ধরতে আমাদের অভিযান অব্যহত আছে। আশা করছি খুব শিঘ্রই ধরতে সক্ষম হবো।

এদিকে মামলার বাদি যখন আসামী গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীন জীবন যাপন করছেন, ফতুল্লা থানা পুলিশ যখন আসামীকে খুঁজে পাচ্ছে না, তখন দেশের দুইজন মন্ত্রী ও গণ্যমান্য ব্যক্তির সাথে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবং সে অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। এমনি ঘটনা ঘটেছে গত শুক্রবার ১৮ জুন রাজধানীর একটি হোটেলে রোটারী ক্লাব ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠানে।

জানা যায়, মহামারী করোনা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করায় ‘টিম খোরশেদ’ এর টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে কোভিড হিরো প্লাটিনাম এওয়ার্ডে ভূষিত করেছে রোটারী ক্লাব ইন্টারন্যাশনাল। ১৮ জুন হোটেল সেরিনাতে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে কাউন্সিলর খোরশেদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন যথাক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক ও শিল্প বিষয়ক মন্ত্রী টিপু মুন্সী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব বাংলাদেশের গভর্নর রুবায়েত হোসেন,সাবেক গভর্নর ও নমিনেশন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী,সাবেক গভর্নর সেলিম রেজা, এসএম আরিফ, রোটারিয়ান গাজী জাহিদুল ইসলাম, নমিনি ক্লাব রোটারী ক্লাব অব নারায়নগঞ্জ রিভার সিটির প্রেসিডেন্ট কামরুল ইসলাম, রোটারিয়ন হাফিজুল ইসলাম ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট মিষ্টার ভোগলার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ