দীপক সাহা’র উদ্যোগে বন্দরে বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ মেইল: সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার পিতা স্বর্গীয় শান্তি রঞ্জন সাহা ও মাতা স্বর্গীয় অমিয় বালা সাহার স্মরণে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ১২ অক্টোবর ) বিকেলে বন্দরের সাবদী দিঘলদী এলাকায় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির ও লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম। এসময়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায় ও মুসলিম সম্প্রদায়ের ৫০০ অসহায় নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম মাদক ও কিশোর গ্যাং থেকে নিজের সন্তানদের নিবৃত রাখার আহ্বান জানিয়ে বলেন, সমাজে মাদক এবং কিশোর গ্যাংয়ের সাথে যারা জড়িত তারা আমার আপনার সন্তান। আমরা যদি তাদেরকে এই কুপথ থেকে ফিরিয়ে আনতে পারি তাহলেই দেবী দুর্গার দর্শন বাস্তবায়ন হবে এবং এই সমাজ পাপাচার মুক্ত হবে। তাই আসুন এই শারদীয় দূর্গোৎসবের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমরা শপথ করি, নিজেদের সন্তানদেরকে সকল প্রকার পাপাচার থেকে মুক্ত রাখবো, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করবো।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা তার সমাপনী বক্তব্যে বলেন, আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি। তাহলে আমি আপনাদের জন্য আরো বেশি বেশি কাজ করতে পারবো। আমি গত তিন বছরে তিল তিল করে এই মন্দির গড়ে তুলেছি। আমার আরেকটি স্বপ্ন হলো এই মন্দিরের ভিতরে দুটি টেম্পল প্রতিষ্ঠা করা এবং একটি সুন্দর ঘাট নির্মাণ করা। ভগবানের আশীর্বাদে আমি যাতে সুন্দরভাবে সেই কাজ সম্পন্ন করতে পারি সেই দোয়া করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) দীপক চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা। উপস্থিত ছিলেন, সাবদী দিঘলদী শ্রীশ্রী রক্ষাকালী মন্দির ও লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সভাপতি বিধু হালদার, সাধারণ সম্পাদক জয়দেব দাস প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ