আরএস গ্রুপের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট

নারায়ণগঞ্জ মেইল: আরএস গ্রুপের আয়োজনে একমাস ব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আরএস গ্রুপের নিজস্ব মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে আর এস গ্রুপের বিভিন্ন সেকশনের ১৬ টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ফাইনালে আর এস নিটওয়ার ও আর এস কম্পোজিটের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, খেলায় আর এস নিটওয়ার ১/০ গোলে আরএস কম্পোজিট কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়, টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সাবেক সভাপতি আর এস গ্রুপের চেয়ারম্যান রাসেদ সারওয়ার, পরিচালনা করেন আরএস গ্রুপের প্রধান নির্বাহী মজিবুর রহমান, প্রধান অতিথি ছিলেন আর এস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বি কে এম ই এর সহ সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি, মোর্শেদ সারোয়ার সোহেল, বিশেষ অতিথি ছিলেন জাকারিয়া ওয়াহিদ ম্যানেজিং ডিরেক্টর আল আমিন এক্সপোর্ট, সোহেল আক্তার সোহান পরিচালক নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, মোস্তফা কামাল মোস্তাক, ফরিদ হোসেন মাদবর, আতিক আহমেদ সিদ্দিকী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উৎসব মুখর পরিবেশে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে ট্রফি বিতরণ কালে প্রধান অতিথি মোর্শেদ সারোয়ার সোহেল তার বক্তব্যে বলেন এখন থেকে আর এস গ্রুপের গার্মেন্টস কর্মী কর্মচারীদের তথা আরএস পরিবারের মধ্যে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলাটাও অব্যাহত থাকবে আগামীতে মেয়েদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা হবে এখানে যারা খেলেছেন গার্মেন্টসে কাজ করার পরও তারা এত ভালো ফুটবল খেলতে পারে তা আমার জানা ছিল না সত্যিই আমি অনেক আনন্দিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে যারা পরিচালনা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আর আগামীতে টুর্নামেন্টের ফাইনাল খেলাটা অন্ততপক্ষে নারায়ণগঞ্জের কোন স্টেডিয়ামে যাতে আয়োজন করতে পারি সেই ব্যবস্থা করবো, কাজের পাশে খেলাধুলা মানুষের মনকে উৎফুল্ল করে থাকে।

অনুষ্ঠানের বিশেষ অতিথিরা বলেন, আর এস গ্রুপ এই টুর্নামেন্টের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করল কমবেশি নারায়ণগঞ্জের সব গার্মেন্টসেই শ্রমিক কর্মচারী মালিকপক্ষরা মিলে যদি এরকম খেলাধুলার আয়োজন করত তাহলে খুব ভালো হতো আমরা আশা করব আরএস গ্রুপের এই আয়োজনে তারা উদ্বুদ্ধ হয়ে শ্রমিকদের নিয়ে বিনোদনের পাশাপাশি খেলাধুলার আয়োজন করবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ