জেলা বিএনপির শোক র‌্যালিতে নেতাকর্মীর ঢল

নারায়ণগঞ্জ মেইল: দেশব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি পালনকালে নিহত নারায়ণগঞ্জের শাওন প্রধান, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম,  মুন্সিগঞ্জের শহীদুল ইসলাম শাওন ও যশোরের আব্দুল আলিমের স্মরণে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ নগরীতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোক র‌্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

সোমবার (১০ অক্টোবর)  বিকেল চারটায় নগরীর ডিআইটি মসজিদের সামনে থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি নগরীর দুই নং রেলগেইট  দিয়ে কালিবাজারের গ্ৰীনেস ব্যাংকের মোড় হয়ে চাষাঢ়া চত্বরে এসে শেষ হয়।

এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির  র‌্যালিতে যোগ দিতে দুপুর ১টা থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সকল উপজেলা, পৌরসভা , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ডিআইটি এলাকায় সমবেত হয়। পরে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, কালো ফ্ল্যাগসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে র‌্যালিতে অংশ নেয়।

 

এসময়ে নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’। এছাড়াও নিহত নেতাকর্মীদের স্মরণ করেও শোক  র‌্যালিতে সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোক র‌্যালিকে ঘিরে নগরীর এর আশ-পাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক(ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় এসময়ে শোক র‌্যালিতে  উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল হাই রাজু, মাহফুজুর রহমান হুমায়ুন, জাহিদ হাসান রোজেল, সদস্য মাশুকুল ইসলাম রাজিব, নজরুল ইসলাম টিটু, ইউসুফ আলী ভূঁইয়া, জুয়েল আহমেদ, মোশাররফ হোসেন, রুহুল আমিন শিকদার, বাছির উদ্দিন বাচ্চু, আশরাফুল হক রিপন, গোলজার হোসেন, রিয়াজুল ইসলাম রিয়াজ, ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম,সাধারণ সম্পাদক মাহবুব রহমার, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়াসহ হাজার হাজার নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং চলমান সমাবেশ-কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগে দেশব্যাপী কর্মসূচি পালন করে বিএনপি। এ কর্মসূচি চলাকালীন ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম, মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান এবং বেনাপোল পৌর সভার ৩৭ নং ওয়ার্ড বিএনপির নেতা মো. আব্দুল আলিম নিহত হন। বিএনপি’র দাবি, পুলিশ এবং সরকার দলীয় নেতাকর্মীদের হামলা ও গুলিতে তারা নিহত হন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ