কেন্দ্রীয় নির্দেশনা না পেলে তৈমুরের নির্বাচনে থাকবেনা অঙ্গ সংগঠন

নারায়ণগঞ্জ মেইল: আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৃতীয় বারের নির্বাচন। এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন প্রার্থী দেয়নি তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় তৈমুরের পক্ষে নির্বাচনী মাঠে এখনো দেখা যায়নি বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। কথা বলে জানা গেছে কেন্দ্রীয় নির্দেশনা না পেলে তৈমুরের পক্ষে নির্বাচনী প্রচারণায় থাকবে না বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু নারায়ণগঞ্জ মেইলকে বলেন, কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা পেলে আমরা তৈমুর আলম খন্দকারের নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করবো। এখনো পর্যন্ত আমরা কেন্দ্রীয় কোনো নির্দেশনা পাইনি।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সহিদুর রহমান স্বপন সংগঠনের সভাপতি মত একই সুরে কথা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা পেলে আমরা নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করবো।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু এ বিষয়ে নারায়ণগঞ্জ মেইলকে বলেন, বর্তমান অবৈধ সরকার ও তাঁর আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে এখনো পর্যন্ত সিদ্ধান্তে অটল রয়েছে। তাই দলীয় সিদ্ধান্তকে অবমাননা করে কেউ মেয়র পদে নির্বাচনে প্রার্থী হলে সেটা দলের জন্য কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা থাকবে। আমাদের সামনে এখন একটাই দাবি আর সেটা হচ্ছে আমাদের মা বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা। এসময় নির্বাচন নির্বাচন খেলা যারা খেলে তারা অবশ্যই সরকারি দলের সাথে আঁতাত করেছে। আমরা কেন্দ্রীয় নির্দেশনা না পেলে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করবো না।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি নারায়ণগঞ্জ মেইলকে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা পেলে সাংগঠনিকভাবে জেলা ছাত্রদল নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করবে। তবে এখনও পর্যন্ত আমরা কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা পাইনি।

একই বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহ্মেদ নারায়ণগঞ্জ মেইলকে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা পেলে সাংগঠনিকভাবে মহানগর ছাত্রদল নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করবে। তবে আমরা এখনো পর্যন্ত কোন কেন্দ্রীয় নির্দেশনা পাইনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ