নারায়ণগঞ্জে অপাত্রে নৌকা দান!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ এখন উৎসবের নগরী। নির্বাচনী উৎসবে মাতোয়ারা নারায়ণগঞ্জবাসী। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের তিনটি উপজেলার ১৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তা যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আগামী ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ। এরপরই শুরু হয়ে যাবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা রাজনৈতিক দলগুলোর দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই এই নির্বাচনে তাদের দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী নেই। তবে সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন ইতিমধ্যে দিয়ে দিয়েছে। নারায়ণগঞ্জের সদর উপজেলার দুটি ইউনিয়নে নৌকার মনোনয়ন নিয়ে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনে। নৌকা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক হলেও তা তুলে দেয়া হয়েছে আওয়ামী লীগ বিরোধীদের হাতে- এমনটাই মনে করেন তারা। আর তাই ক্ষুব্ধ এখানকার মুজিব সেনারা। তাদের মতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এবং আলীরটেকে অপাত্রে নৌকা দান করা হয়েছে।

সূত্রে প্রকাশ, নারায়ণগঞ্জ সদর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন কুতুবপুরে এবার নৌকা তুলে দেওয়া হয়েছে বিএনপি’র বহিস্কৃত নেতা মনিরুল আলম সেন্টুর হাতে। সেন্টু সব সময় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একজন সক্রিয় রাজনীতিবিদ। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এমনকি পল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ধানের শীষের প্রার্থী হওয়ার জন্য। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতার পক্ষে বক্তব্য দিয়ে দল থেকে বহিষ্কৃত হন ২০১১৮ সালে। দল থেকে বহিস্কৃত হলেও কুতুবপুরের বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন মনিরুল আলম সেন্টু। সেই সেন্টুর হাতে এবার আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা তুলে দেওয়ায় ক্ষুব্ধ এখানকার আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাদের মতে সেন্টুকে নৌকা দেওয়ার মাধ্যমে নিজেদের দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ।

অপরদিকে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে। যিনি কোনদিন আওয়ামী লীগের কোন সভা সমাবেশে মিটিং মিছিলে অংশগ্রহণ করেননি বলে জানান স্থানীয় নেতাকর্মীরা, বরং সরকার বিরোধীদের সাথে তাকে প্রায়ই দেখা গেছে। বিশেষ করে হেফাজতে ইসলামের নেতাদের সাথে তার ছিল অন্তরঙ্গ সম্পর্ক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এবং অদৃশ্য শক্তির ইশারায় কোনদিন আওয়ামী লীগ না করেও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা বাগিয়ে নিয়েছেন জাকির হোসেন। যা আলীরটেকবাসী কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বিশেষ করে আলীরটেকের আওয়ামী লীগ নেতাকর্মীরা সরকারবিরোধীর হাতে নৌকা প্রতীক কোনোভাবেই মানতে পারছেন না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ