৮নং ওয়ার্ডে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাগর প্রধান

নারায়ণগঞ্জ মেইল: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা সাগর প্রধান। তবে তার রাজনৈতিক দল বিএনপির সিদ্ধান্তের বাইরে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছেন। দল থেকে যদি কাউন্সিলর পদে নির্বাচন করার বিষয়ে কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে তিনি ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে করা পোস্টে তিনি নিজের প্রার্থিতার কথা ঘোষণা দেন। পাঠকদের সুবিধার্থে সাগর প্রধানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

“বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় ০৮ নং ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম,
আসছে আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমি কাউন্সিলর পদে নির্বাচন করতে ইচ্ছুক। জাতীয়তাবাদী দল বিএনপি দেশের গণতন্ত্র রক্ষায় এবং মিডনাইট সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে বিএনপি যে সিদ্ধান্ত নেবে আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে তা মাথা পেতে নিতে বাধ্য থাকিব। বিগত নির্বাচনে আপনারা আমাকে বারবার বিপুল ভোটে নিঃস্বার্থভাবে ভোট দিয়ে জনতার কাউন্সিলর হিসেবে এলাকায় প্রতিষ্ঠিত করেছেন। অবৈধ ক্ষমতা ভাগাভাগির যুগে অবৈধ অর্থ স্বার্থের যুগে আপনাদের এত নিঃস্বার্থ ভালোবাসা কখনো ভুলার মত নয়। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের পাশে সর্বদা থাকবো এবং আছি। আপনারা জানেন ছোটবেলা থেকেই আমি মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে আসছি। গত ০২ বছর ধরে মানুষ যখন করোনার থাবায় দিশেহারা আমি নিজের জীবন বাজি রেখে কাজ করেছি । গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার বিতরণ, শিশুদের দুধের ব্যবস্থা করা, প্রতিবন্ধী লোকদের খাদ্যসহায়তা, বয়স্ক বৃদ্ধাদের খাদ্যের ব্যবস্থা করা, এলাকায় টিম করে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাক্স বিতরণ করা, সহ ইত্যাদি আমার সাধ্যের মধ্যে নিজ উদ্যোগে আপনাদের দোয়ায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জানিনা এই অবৈধ ক্ষমতা যুগ কবে পরিবর্তন হবে। তবে আমি মৃত্যুর আগ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নিজের জীবন বাজি রেখে মানুষের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি আগামী নির্বাচন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি এবং একটি কথা সর্বদা মেনে চলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ, বর্তমান দেশের যে অবস্থায় যোগ্য লোকদের থেকে অযোগ্য লোকদের অবৈধ ক্ষমতা এবং অবৈধ অর্থের দাপটে যোগ্য লোকেরা প্রাপ্ত সম্মান টুকু থেকে বঞ্চিত হয় ।এটা কেয়ামতের আলামত মনে হচ্ছে। তবে আমরা চেষ্টা করব সমাজে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, যারা ভূমিদস্যুতার সাথে জড়িত, যারা মানুষকে অন্যায় ভাবে নির্যাতন করে তাদের বিরুদ্ধে সকলকে জেগে ওঠার একটি উপায় সেটি হচ্ছে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে অযোগ্যদের প্রতিহত করে সমাজের ন্যায় প্রতিষ্ঠা করা। তাই আপনাদের দোয়া আমার একান্ত কাম্য।

অবশেষে সকলের দোয়াও ভালোবাসা প্রার্থনা করছি। আল্লাহ হাফেজ।

আপনাদের ভালোবাসার
মোঃ সাগর প্রধান”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ