নির্বাচনী চাপে মেয়র আইভী!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আরো প্রায় দশ মাস বাকি থাকলেও এরই মধ্যে নানামুখী চাপের মধ্যে পড়েছেন মেয়র সেলিনা হায়াত আইভী। বিভিন্ন সময়ে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিষোদগার করা, সরকার বিরোধীদের সাথে সুসর্ম্পক থাকা, আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা ও জিউস পুকুর ইস্যুতে শহর জুড়েই সমালোচনার মধ্যে রয়েছেন মেয়র আইভী। সর্বশেষ ওরশ পালন নিয়ে মেয়রের কড়া সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ফেরদাউসুর রহমান। যা নিয়ে চতুর্মুখী চাপে রয়েছেন মেয়র আইভী।

জানা গেছে, মেয়র আইভী ও তার পরিবারের বিরুদ্ধে জিউস পুকুর দখলের অভিযোগে সম্প্রতি কালে চাষাড়ায় একাধিক কর্মসূচী পালন করেছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। এনিয়ে বক্তব্য দেয়ায় মহানহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার বিরুদ্ধে মামলাও করেছেন আইভী। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে সাংসদ শামমি ওসমানসহ আওয়ামীলীগের ত্যাগী নেতাদের ইঙ্গিত করে বিষোদগারও করছেন তিনি। এমনকি নারায়ণগঞ্জের রাজধানী দেওভোগ দাবী করে বক্তব্যও দিয়েছেন মেয়র আইভী।

সর্বশেষ মেয়র আইভীকে নিয়ে প্রকাশ্যে বিষোদাগার করেছেন হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমান। ফেসবুক লাইভে এসে ফেরদাউসুর রহমান মেয়র আইভীকে চ্যালেঞ্জ করে বলেন, মেয়রকে বলবো, আপনি আপনার বাবার কবরে যেভাবে ওরশ পালন করেন। আমি চ্যালেঞ্জ করে বলি এটা শরিয়ত সম্মত নয়। একজন মানুষ মৃত্যুবরণ করলে তার কবরে কি পৌছবে শুধু দোয়া। সেই দোয়াটা সঠিক পদ্ধতিতে হতে হবে। সিটি করপোরেশনের কবরস্থানে অনেক গণ্যমান্য ব্যক্তিদের কবর রয়েছে। কিন্তু মেয়র আইভী উনি উনার বাবার কবরে যেভাবে ওরশ পালন করেন এটা শরিয়ত সম্মত নয়। তিনি আরো বলেন, মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে সেখানেও দীর্ঘদিন একটি মাদ্রাসা ছিল। মাদ্রাসা এই বলে ভাঙা হয়েছিল পরবর্তীতে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়নে ও খরচে করা হবে। এখন পর্যন্ত আমরা সেই মাদ্রাসাটা সেখানে দেখিনি। অভিজ্ঞ মহল বলছেন, নির্বাচনের আগে নানা বিতর্কে জড়িয়ে পড়ছেন মেয়র সেলিনা হায়াত আইভী। সম্প্রতি বিভিন্ন এলাকায় উন্নয়ণ কাজ উদ্বোধন নিয়েও তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। কেননা উন্নয়ণ প্রকল্প উদ্বোধন কিংবা পরিদর্শনে গেলে স্থানীয় কাউন্সিলরদের সাথে রাখছেন না। বিএনপির ক্যাডার হাসানের স্ত্রী ও প্যানেল মেয়র বিভা হাসানকে নিয়ে বিভিন্ন জায়গায় ছুটছেন মেয়র সেলিনা হায়াত আইভী। যা নিয়ে আওয়ামীলীগের কাউন্সিলররাও এখন ক্ষিপ্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ