তানু হত্যার প্রতিবাদে শাহ্ আলমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নারায়ণগঞ্জ মেইল: বাগেরহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া তানুকে গুলি করে হত্যার অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার (১৪ নভেম্বর) বিকেল চারটায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সাধারণ সম্পাদক জিএস শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশনপাড়া সামনে এসে সমাপ্ত হয়।

এসময়ে বিক্ষোভ মিছিলে জেলা নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের নেতা নুরে আলম ভুঁইয়া তানুকে হত্যার বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান দেন।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক সহ- সাধারণ সম্পাদক আঃ জব্বার,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নুর আহমেদ ভূঁইয়া সোহেল,মোর্শেদ আলম, ওমর ফারুক শোভন, সামাউন ইসলাম স্বর্না, রুবেল কিবরিয়া, মাসুদ রানা, ফারুক ভূঁইয়া, মো. রাসেল, হামিদুর রহমান সুমন, রুহুল আমিন, খোরশেদ আলম, আবুল হাসনাত, মামুনসহ অনেকেই।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ