শামীম ওসমানে জয়, শামীম ওসমানেই ক্ষয়

নারায়ণগঞ্জ মেইল: ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীক চেয়েছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সমর্থন নিয়ে দলীয় প্রতীক পেতে বেশ তৎপর ছিলেন তিনি। এমনকি আনোয়ার হোসেনের মনোনয়ন নিশ্চিত করতে বিশাল জনসমাবেশের আয়োজন করেছিলেন শামীম ওসমান। সেই জনসভায় মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে বিষোগদার করেছিলেন আনোয়ার হোসেন। কিন্তু এরপরও দলীয় মনোনয়ন পেয়েছিলেন সেলিনা হায়াত আইভী।

পরবর্তীতে গুরু আনোয়ার হোসেনের মান রাখতে জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবস্থা করে দেন শামীম ওসমান। এমনকি দলীয় প্রতীক পাওয়ার পর বিনা প্রতিদ্বন্দিতায় জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ারও ব্যবস্থা করে দেন শামীম ওসমান। কিন্তু বিজয়ী হওয়ার ছয় মাস পরই খোদ শামীম ওসমানের বিরুদ্ধে বিষেদগার শুরু করেন আনোয়ার হোসেন। এবারও জেলা পরিষদের নির্বাচনে আনোয়ার হোসেন দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এবার দলীয় মনোনয়ন পেয়েছেন শামীম ওসমানের বন্ধু হিসেবে পরিচিত মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল।

জানা গেছে, শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভীর দ্বন্দ্বের কারণে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ দুই ভাগে বিভক্ত হয়ে পরেছে। বিভিন্ন সময়ে তাদের বিরোধ যখন নিরসন হওয়ার সম্ভাবনা দেখা যায় তখনই তৃতীয় একটি পক্ষ বাধা দিয়ে আসছে। কেননা শামীম-আইভীর দ্বন্দ্বকে কাজে লাগেই তৃতীয় একটি পক্ষ ফায়দা লুটছে। তাই কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপেও শামীম-আইভীর দ্বন্দ্ব নিরসন সম্ভব হচ্ছে না।

সাধারণ কর্মীদের মতে, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সুবিধাবাদী নেতাদের তালিকার শীর্ষে রয়েছেন আনোয়ার হোসেন। কখনো আইভী আবার কখনো শামীম ওসমানের বলয়ে থেকে নিজের সুবিধা আদায় করছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মেয়র আইভীর পক্ষে কাজ করেছিলেন আনোয়ার হোসেন। কিন্তু পরবর্তি সিটি নির্বাচনে আইভীর বিরুদ্ধে বিষেদগার করে দলীয় মনোনয়ন চেয়েছিলেন আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেনের এক এক সময় একেক রূপের কারণে এবার জেলা পরিষদের নির্বাচনে তাকে দলীয় প্রতীক দেয়া হয়নি বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে শামীম ওসমানের তৎপরতার কারণে এবার জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক পেয়েছেন বাবু চন্দন শীল।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ