আমার আস্থা নেত্রী আর জনগনের উপর: আইভী

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান কীভাবে মাঠে থাকবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেলিনা হায়াৎ আইভী।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী বলেন, ‘উনি (শামীম ওসমান) কীভাবে মাঠে থাকবেন, উনি একজন সংসদ সদস্য। আচরণবিধি লঙ্ঘন হবে তারা মাঠে থাকলে। আমি আবারও গণমাধ্যমের কাছে বলি আমার আস্থা সবসময় জনগণের প্রতি আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। এর বাইরে কারো কাছে আমি আস্থা রাখি না।’

মঙ্গলবার নগরীর খানপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আইভী। এ সময় সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান প্রসঙ্গে আইভী বলেন, ‘দল আমার পাশে আছে এখন দলের ভেতর থেকে কে আমার পাশে আসবে সেটা আমার বিষয় নয়, দলের বিষয়। আমার আস্থা আমার দলের প্রধান, দল ও জনগণের কাছে।’

নির্বাচনে আইভীর বিরুদ্ধে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার যে অভিযোগ করেছেন তা নতুন কোনো চাল বলে মন্তব্য করেন আইভী।

নৌকার প্রতীকের প্রার্থী বলেন, ‘আমি দেখছি উনি প্রচারণা চালাচ্ছেন, তাহলে বারবার কেন অভিযোগ করছে তা আমি জানি না। আমি প্রভাব বিস্তার করি না। এখানে প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না। কারণ আমি নারায়ণগঞ্জের কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেছি। সুতরাং আমি আমার মতো করে প্রচারণা করছি। ওনি উনার মতো করে করছেন।’

সংবাদ সম্মেলনে তৈমূর আলম খন্দকারের অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘আমি কোনো প্রভাববিস্তার করি না। তৈমূর অভিযোগ করছে সেটা তার নতুন কোনো চাল।’

আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ জানে আমার প্রভাববিস্তার করার মতো লোকবল নাই। প্রশাসন কখনো আমাকে সহযোগিতা করে নাই। হঠাৎ করে প্রশাসন আমাকে সহযোগিতা করবে এটা আমি বিশ্বাস করি না। প্রতিটা নির্বাচনের একটা রূপ থাকে, হয়তো তারা সেটা করছে কিন্তু আমি জানি না।’

প্রচারণায় ব্যস্ত জানিয়ে নৌকার প্রতীকের প্রার্থী বলেন, ‘আমি তৈমূর আলমের বিষয়ে জানি না। তবে আমি বলবো সব ধরনের অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা শুধু আমি না সব প্রার্থীর চাওয়া থাকে।’

আইভী বলেন, ‘আমি নিরপেক্ষ ভোট চাই। আমার ভোটাররা যাতে ভোট দিতে যেতে পারে সেজন্য প্রশাসনের যেন তৎপর থাকে এবং সেই পরিবেশটা যেন থাকে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ