আজাদের পকেট কমিটিতে ক্ষুব্দ আড়াইহাজার যুবদল, পাল্টা কমিটির হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ মেইল: গত ১৩ অক্টোবর ঘোষণা করা হয় নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন আড়াইহাজার উপজেলা, আড়াইহাজার পৌর এবং গোপালদী পৌর যুবদলের আংশিক আহবায়ক কমিটি। ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে গঠিত ঢাকা বিভাগীয় টিম কর্তৃক ঘোষিত এই আংশিক কমিটি নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। নারায়ণগঞ্জ বিএনপি বিতর্কিত নেতা নজরুল ইসলাম আজাদের ইচ্ছামত কমিটি করার কারণে তৃণমূলে বইছে ক্ষোভ আর হতাশা। সেই সাথে এই কমিটির বিরুদ্ধে পাল্টা কমিটি দেয়ারও চিন্তাভাবনা করছে তৃণমূল।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রচলিত নিয়ম অনুযায়ী উপজেলা ও পৌর কমিটি দেয়ার কথা জেলা যুবদলের প্যাডে সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরসহ। কিন্তু এক্ষেত্রে ঢাকা বিভাগীয় টিমের একটি প্রেস রিলিজের মাধ্যমে তিনটি ইউনিট কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করে দেয়া হয়, যেটা গতানুগতিক কমিটি ঘোষণার নিয়মের ব্যতিক্রম।

ঘোষিত কমিটিতে আড়াইহাজার উপজেলা যুবদলের আহবায়ক করা হয় কবীর হোসেন ওরফে ভিপি কবীরকে ও সদস্য সচিব খোরশেদ আলম। আড়াইহাজার পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল্লাহ লিটন ও সদস্য সচিব আল আমিন। গোপালদী পৌর যুবদলের আহবায়ক আজিজুল হক এবং সদস্য সচিব আব্দুল কাদের মোল্লাকে করা হয়।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, কমিটিতে পদ পাওয়া ছয় নেতা আড়াইহাজার বিএনপি’র নব্য কিং মেকার নজরুল ইসলাম আজাদের অনুসারী। এদের নিয়ে আড়াইহাজারে বিতর্কের শেষ নেই। আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে কবীর হোসেনকে। এই কবীর হোসেন সম্বন্ধে খোঁজ নিয়ে জানা গেছে তা হলো, দীর্ঘদিন যাবৎ তিনি আড়াইহাজারে বসবাস করেন না, তিনি থাকেন সাভারে। মাঝেমধ্যে আড়াইহাজার যদিও আসেন, তখন তাকে দেখা যায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে। বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সাথে তার কোনো সম্পর্কই নাই। গত শুক্রবারও স্থানীয় আওয়ামী লীগ সাংসদ নজরুল ইসলাম বাবুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা যুবদলের সদ্য পদ পাওয়া আহবায়ক কবীর হোসেন। উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলমকে যুবদলের নেতাকর্মীরা কেউ ঠিকমতো চিনেনই না। তার বিগত দিনে রাজনীতিতে নেই কোনো পরিচিতি। নজরুল ইসলাম আজাদের ফাইফরমাশ খাটা কর্মচারী খোরশেদ আলমকে বানিয়ে দেয়া হয়েছে উপজেলা যুবদলের সদস্য সচিব।

আড়াইহাজার পৌরসভা যুবদলের আহ্বায়ক করা হয়েছে বর্তমান জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল্লাহ লিটনকে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী “এক নেতার এক পদ” থাকার কথা থাকলেও ছাত্রদলের গুরুত্বপূর্ণ সুপার ফাইভের মাহমুদুল্লাহ আড়াইহাজার পৌরসভা দলের আহ্বায়ক হয়ে গেছেন শুধুমাত্র নজরুল ইসলাম আজাদের কল্যাণে। তবে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব আলামিন। খোঁজ নিয়ে জানা গেছে দীর্ঘ আট বছর যাবত তিনি সৌদি আরবে বসবাস করছেন এবং এখনও তিনি সেখানেই থাকেন। সৌদি আরবে থেকে পৌর যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদ পাওয়া ম্যাজিক দেখানো নেতা আলামিনকে মেয়েটাই সমালোচনার ঝড় বইছে যুবদলের নেতাকর্মীদের মাঝে। আর আলামিনের এই ম্যাজিকের এর মূলে রয়েছেন কিংমেকার নজরুল ইসলাম আজাদ।

তৃণমূল সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু আর যুবদলের রাজনীতি করবেন না, তিনি মূল দলে ঢোকার চেষ্টা করছেন। তাই যুবদল নিয়ে তার কোন মাথাব্যথা নেই। বর্তমান কমিটিগুলো দেওয়ার নেপথ্যে রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। আগামীতে তিনি জেলা যুবদলের সভাপতি প্রার্থী হবেন, তাই তিনি তার নিজস্ব পছন্দমতো লোকজন নিয়ে থানা এবং পৌরসভার কমিটিগুলো সাজানোর চেষ্টা করছেন। ফলে ত্যাগী নেতারা পেছনে পড়ে থাকছেন আর পদ-পদবী পেয়ে যাচ্ছে অযোগ্যরা।

এদিকে এই বিতর্কিত কমিটির বিরোধিতা করে পাল্টা কমিটির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে তৃণমূলের কাছ থেকে। বছরের পর বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে মামলা হামলা আর নির্যাতন সহ্য করেও দলে পদ-পদবী না পাওয়া ত্যাগী নেতাকর্মীরা তাই শেষ সময় জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় ঘোষিত এই কমিটির বিরুদ্ধে পাল্টা কমিটি দিত তারা দ্বিধা করবেন না বলে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু নারায়ণগঞ্জ মেইলকে জানান, আগে থানা ও পৌরসভার কমিটিগুলো আমরা জেলা যুবদলের পক্ষ থেকে সরাসরি দিতাম। এখন আমরা বিভাগীয় টিমের কাছে একটা প্রস্তাবিত কমিটি জমা দেই। বিভাগীয় টিমের মাধ্যমে কমিটি ঘোষণা করে কেন্দ্র থেকে। তাই কমিটির বিষয়ে দায়-দায়িত্ব বিভাগীয় টিমের। আড়াইহাজারের তিনটি কমিটিতে যাদের নিয়ে বিতর্ক রয়েছে, তাদের নাম আমরা প্রস্তাব করিনি। তাদের নাম কিভাবে এলো তাও বলতে পারবো না। বিভাগীয় টিমের নেতারা এর উত্তর দিতে পারবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ