ফতুল্লা থানা মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা মৎস্যজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ জন্মদিনের কেক কাটেন।

ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক নাইম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আমিনুল ইসলাম।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সহ-সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত, সদস্য এডভোকেট কামাল হোসেন, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক আবদুস সালাম জসিম, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন, কুতুবপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক বাবু রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক সিফাত হাওলাদার, সদস্য নয়ন, এনায়েতনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রাজু, যুগ্ম সম্পাদক দুলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সদস্য আবদুর রহিম, বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, মৎস্যজীবী দল নেতা আরাফাত, রবিউল ইসলাম অলি প্রমুখ।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সেইসাথে বিশ্বব্যাপী মহামারী রূপ নেয়া করোনা ভাইরাসে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করা হয়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ