জেল হত্যা দিবসে সদর থানা যুবলীগের দোয়া

নারায়ণগঞ্জ মেইল: ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগ এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সদর থানাধীন আলীরটেকের ডিক্রিরচর এলাকায় যুবলীগের কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন’র সভাপতিত্বে ও যুবলীগ নেতা পারভেজের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সদর থানা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এসটি আলমগীর, সহ-সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ পাটুয়ারী, কোষাদক্ষ হাজী মুজিবুর রহমান, আলীরটেক ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি সায়হাম আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক আলমগীর আবির, ইউনিয়ন আওয়ামী লীগ ৮নং ওয়ার্ড সভাপতি সালাউদ্দিন, আওয়ামী লীগ নেতা আলীনূর মোল্লা, যুবলীগ নেতা এসবি শাহীন, বিল্লাল, মো. সৌরভ সরদার, মো. আরিফ সরকার , মোঃ আল-আমিন সরদার, মো. রুবেল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময়ে জেল হত্যা দিবসে নিহতদের ও বঙ্গবন্ধুর পরিবারেরর সকল নিহতদের স্মরনে দোয়া পরিচালনা করা হয়।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ