সোনারগাঁয়ে যুবলীগ নেতা সজিবের দুই সহযোগী মাদকসহ গ্রেপ্তার


সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কুখ্যাত মাদক ডিলার যুবলীগ নেতা এসকে সজিব ওরফে ছোট বদির দুই সহকারীকে প্রকাশ্যে মাদক বিক্রি করার সময় হাতেনাতে গ্রেফতার করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা।


জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক এএইচএম কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা , ৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের নগদ ২৭০০ টাকাসহ তাদের গ্রেফতার করে। এ সময় আরো তিনজন পালিয়ে যায়। এ ঘটনায় ৫ জনের নামে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো ফয়সাল (৩০) ও মোঃ দেলোয়ার হোসেন (৪১)। পলাতক আসামীরা হলো আলম (৪২), সেলিম (৪১) ও মামুন (৩৬)।


মামলার আরজি সূত্রে জানাযায়, গত (২০ জানুয়ারি) ২০২৪ ইং শনিবার দিবাগত রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বাড়িচিনিশ থেকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোগড়াপারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসকে সজিব ওরফে ছোট বদির সহকারী গুর সেলিম, আলম ও মামুন নামের ৩ মাদক ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ