নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শেষ হয়েছে সোমবার ১৩ জুন। রাত পোহালেই ১৫ জুন এ ইউনিয়ন পরিষদে নির্বাচন। এতোদিন নির্বাচনী আমেজে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন প্রার্থী সমর্থকরা। এখন শুধু ক্ষণ গননার পালা। জরসমর্থন কার পক্ষে যায় তার দিকেই তাকিয়ে আছে সোনারগাঁবাসী।
জানা যায়, আগামী ১৫ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মোগরাপাড়া ্ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়য়ারম্যান পদে মোট ছয়জন প্রতিদ্বন্দিতা করছেন। তবে মূল লড়াই হবে সরকারী দল আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী সোহাগ রনি ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আরিফ মাসুুদ বাবুর মাঝে।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবারের জনসমর্থন সাবেক চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর পক্ষেই বেশি। নৌকার প্রার্থী সোহাগ রনি বিগত সময়ে এলাকায় বিতর্কিত কর্মকান্ডের সাথে জড়িত থাকায় এবার সোনারগাঁয়ে নৌকাডুবির শংকা করছেন তারা। তবে স্থানীয়দের সবচেয়ে বেশি শংকা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে। ভোটাররা সুষ্ঠ নির্বাচন নিয়ে শংকায় রয়েছেন। তাদের মতে নির্বাচন সুষ্ঠ হলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন আরিফ মাসুদ বাবু। তবে সরকারী দল নৌকা রক্ষায়য় বিকল্প পথ ব্যবহার করলে ভোটারদের রায়ের প্রতিফলন দেখা যাবেনা বলেও জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, সোনারগাঁয়ে আওয়ামীলীগের ঐতিহ্যবাহী পরিবারের সদস্য আরিফ মাসুদ বাবু। বিগত সময়ে তার ছিলো ক্লিন ইমেজ আর সাধারণ মানুষের সাথে সুুসম্পর্ক। তাই ভোটের মাঠে তিনিই এগিয়ে রয়েছেন। অপরপক্ষে নৌকার প্রার্থী সোহাগ রনির বিরুদ্ধে ভূমিদস্যুতাসহ একাধীক অভিযোগ স্থানীয়দের। সোনারগাঁবাসীর মতে, এক সময়ের সহায় সম্বলহীন সোহাগ রনি রাজনীতির বাঁকা পথে কোটি কোটি টাকার মালিক হয়ে আজ জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু চেয়ারম্যান হওয়ার মতো জনসমর্থন তিনি অর্জন করতে পারেননি। আর ভোটারদের কাছে জনপ্রিয়তা না থাকলে স্থানীয় নির্বাচনে শুধুমাত্র প্রতীক দিয়ে জয়লাভ করা যায়না- এমনটাই অভিমত মোগরাপাড়ার ভোটারদের।