শেরে বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ শুরু

নারায়ণগঞ্জ মেইল: নতুন বছরের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে। সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও প্রতিটি স্কুলে বই বিতরন শুরু হয়েছে। ১লা জানুয়ারি শনিবার শহরের ডিএন রোড এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জের অন্যতম প্রাচীন স্কুল শেরে বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন শুরু হয়।

এসময় স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি নারায়ণগঞ্জ জজ কোর্টের এজিপি এডভোকেট জয়ন্ত কুমার ঘোষ, প্রধান শিক্ষক মোঃ নিজামুদ্দিন উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাতেমা আক্তার, মোঃ সাইফুর রহমান, মোসাঃ পাপড়ি বেগম, আফরোজা সুলতানা, শরীফা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী এবং দৈনিক অগ্রবানী প্রতিদিন, সাপ্তাহিক নয়া পদক্ষেপ ও নারায়ণগঞ্জ ডট নিউজ অনলাইন পোর্টালের বার্তা সম্পাদক এডভোকেট জনি গোপ। শিক্ষার্থীগন খুব উৎসবমুখর পরিবেশের মত খুবই আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বই সংগ্রহ করেছেন। এসময় অনেক অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা গেছে । তবে করোনার কারণে গত বছরের মতো এবারও হচ্ছে না কোনো আনুষ্ঠানিক উৎসব।
এবার চার কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ শিক্ষার্থীর মধ্যে তিন কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ১২ দিনের মধ্যে কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে ১ থেকে ৩ জানুয়ারি, সপ্তম শ্রেণিতে ৪ থেকে ৬ জানুয়ারি, অষ্টম শ্রেণিতে ৮ থেকে ১০ জানুয়ারি এবং নবম শ্রেণিতে ১১ থেকে ১৩ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ