রমজানের তৃতীয় জুম্মা: বৈশাখের তপ্ত রোদেও মুসুল্লিদের ঢল

নারায়ণগঞ্জ মেইল: পবিত্র রমজান মাসের তৃতীয় জুমা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৩০ এপ্রিল)। এ দিন দুপুরে নারায়ণগঞ্জের বড় থেকে ছোট, প্রায় সবগুলো মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল। সড়কের পাশের মসজিদগুলোর মুসল্লিদের দেখা গেছে সড়কেও। তবে, আজকের জুমায় মুসল্লিদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের বিষয়টি লক্ষ্য করা গেছে। কোথাও-কোথাও মসজিদের ভেতরে মুসল্লিদের সংকুলান না হওয়ায় মূল সড়কেও গেছে নামাজের কাতার। নামাজ শেষে বৈশাখের ভরদুপুরে কড়ারোদ মাথায় নিয়ে মুসুল্লিরা প্রার্থনা করেছেন সৃষ্টিকর্তার কাছে।
জুমার নামাজ আদায় করা মুসুল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জের অনেক মসজিদেই আজ স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করেছেন মুসুল্লিরা। এসব মসজিদের ভেতরেও দূরত্ব রেখে নামাজ পড়েছেন মুসুল্লিরা। সংক্রমণরোধে নামাজ আদায়ে সচেতন থাকলেও, নামাজশেষে গায়ে গা ঘেঁষে মসজিদ ছেড়েছেন মুসুল্লিরা।

নারায়ণগঞ্জের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম ডিআইটি জামে মসজিদ, চাষাড়া নূর মসজিদ, মাসদাইর কবরস্থান জামে মসজিদ, বাগে জান্নাত জামে মসজিদ, ফকিরটোলা জামে মসজিদ, মাসদাইর বাজার বাইতুল আমান জামে মসজিদসহ ছোট-বড় প্রায় সব মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। মাহে রমজানের তৃতীয় জুম্মা নামাজের ধর্মপ্রাণ মুসলমানরা দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানিয়েছে, বিশেষ করে এই চলমান করোনা ভাইরাস থেকে মানব জাতিকে মুক্তি দিতে আল্লাহর দরবারে মোনাজাত করেছেন নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ