আলীরটেকে ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র হচ্ছে: সায়েম আহমেদ

নারায়ণগঞ্জ মেইল: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়নে নির্বাচনের ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছেন সরকারি দলের প্রার্থী জাকির হোসেন, এ লক্ষ্যে গোপন মিটিং করছেন তিনি- এমনটাই অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদ। নির্বাচনী প্রচার প্রচারণায় তাকে নানাভাবে বাঁধা প্রদানসহ মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগও করেন তিনি।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মত-বিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল প্রার্থীদের অভিযোগের জবাব দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদের অভিযোগের উত্তরে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, কাউকে ভোট কেন্দ্র দখল করতে দেয়া হবে না। একটি সুষ্ঠু সুন্দর ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টির সমস্ত দায়িত্ব আমাদের। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাকে কঠোর হস্তে দমন করা হবে।

এ সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আরো বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পাশ্ববর্তী জেলায় চারটি মায়ের বুক খালি হয়েছে, আমি চাই না নারায়ণগঞ্জে কারো মায়ের বুক খালি হোক। নির্বাচনের পরিবেশকে নষ্ট করার চেষ্টা মে করবে তাকেই আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, নারায়ণগঞ্জের ইউপি নির্বাচনে বিপুল সংখ্যক বিডিআর, বিজিবি, র‌্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছি। কাউকে মারার জন্য নয়, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় সে কারনে তাদের মোতায়েন করা হয়েছে।

তিনি প্রার্থীদের উদ্দেশ্য বলেন, কারো দ্বীর্ঘশ্বাস নিয়ে নির্বাচিত হবেন না। নিজেদের গায়ে দ্বীর্ঘশ্বাস লাগতে দিয়েন না। আমরা কিন্তু কাউকে ছাড়বো না।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান সহ ৬টি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার প্রার্থীগন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ