আজাদের নাটকে অভিনয় করে পারভেজের রাজনীতি বিসর্জন!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ বিএনপি’র নব্য কিং মেকার নজরুল ইসলাম আজাদের পেতে রাখা ফাঁদে পা দিয়ে বেকায়দায় আছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক। তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের উপক্রম হয়েছে আজাদের সাজানো নাটকে অভিনয় করে। আর পারভেজ মল্লিককে ব্যবহার করে নিজের ফায়দা হাসিল করে নিলেন ধুরন্ধর বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ- এমনটাই জানা গেছে প্রকৃত তথ্য অনুসন্ধান করতে গিয়ে। নারায়ণগঞ্জ বিএনপিতে নিজেকে গডফাদার হিসেবে প্রতিষ্ঠিত করতে নজরুল ইসলাম আজাদ এসব ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন বলে জানিয়েছে আড়াইহাজারে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

আড়াইহাজার বিএনপি সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আড়াইহাজারে বিএনপির একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল না যুবদল নেতা পারভেজ মল্লিকের কিন্তু নিজস্ব লোক দিয়ে পারভেজ মল্লিককে ছলে বলে কৌশলে নিজস্ব লোক দিয়ে আড়াইহাজারে জনসভায় নিয়ে যাওয়া হয়, আর এর নেপথ্যে ছিলেন নজরুল ইসলাম আজাদ।

নাম প্রকাশ না করার শর্তে আড়াইহাজার বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারবেন মল্লিককে অনুপ্রাণিত করেন আজাদ অনুসারী কয়েকজন বিএনপি নেতা যাদের বাড়ি নারায়ণগঞ্জের দেওভোগে পারভেজ মল্লিকের এলাকায়। এবং নজরুল ইসলাম আজাদ পারভেজ মল্লিকের বাসায় যাওয়ার সময় সে সব নেতারা আজাদের সফরসঙ্গী ছিলেন। এমনকি পারভেজ মল্লিক যখন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন, তখনো আজাদ অনুসারী সেসব নেতারা সেখানে উপস্থিত ছিলেন। পুরো ঘটনাটাই ঘটানো হয়েছে আজাদের ইশারায়, যে নাট্যমঞ্চে অভিনয় করেছেন যুবদল নেতা পারভেজ মল্লিক আর সেই অভিনয় এর খেসারত দিতে হচ্ছে তাকে রাজনৈতিক জীবন বিসর্জন দিয়ে।

ঘটনার বিবরণে প্রকাশ গত ৩১ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় একটি রাজনৈতিক অনুষ্ঠানে আজাদের বিপক্ষে জ্বালাময়ী বক্তৃতা দেন জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক। এরপর থেকেই পারভেজ মল্লিকের উপর নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকেন নজরুল ইসলাম আজাদ। চতুর্মুখী চাপে ভেঙে পড়েন এই যুবদল নেতা। এমনকি তার পরিবারের লোকজনকেও ভয় দেখান আজাদ। কারণ আজাদ বিএনপি নেতা হলেও সরকারি দল আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে তার রয়েছে যোগসাজশ। এমনকি প্রশাসনের সাথে আঁতাত করে চলেন আজাদ। ফলে যে কাউকে ভয় দেখানো আজাদের বা হাতের কাজ।

খোঁজ নিয়ে জানা যায়, আজাদের চাপে পড়ে যুবদল নেতা পারভেজ মল্লিকের পরিবারের লোকজন তাকে রাজনীতি থেকে সরে আসার জন্য অনুরোধ করেন। পারভেজ নিজেও এই চাপ সইতে না পেরে গত ৪ নভেম্বর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল প্রকার রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। সেইসাথে নজরুল ইসলাম আজাদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

এদিকে নিজে চাপ দিয়ে পারভেজ মল্লিককে রাজনীতি ছাড়তে বাধ্য করার পরে আবার নিজেই ছুটে যান পারভেজ মল্লিকের বাসায়। ৪ নভেম্বর রাতে নজরুল ইসলাম আজাদ দলবলসহ ফিল্মি স্টাইলে পারভেজ মল্লিকের বাড়িতে গিয়ে তার মা-বাবাকে সান্ত্বনা দেন, পারভেজকে রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। কিন্তু আজাদের এই লোক দেখানো নাটক বুঝে ফেলেন রাজনীতি সংশ্লিষ্টরা। সেইসাথে নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরও বুঝতে বাকি থাকেনা আজাদের এই দ্বিমুখী রূপ। তাদের মতে আজাদ সর্প হয়ে দংশন করে আবার ওঝা হয়ে ঝাড়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ