নারায়ণগঞ্জে যাতে মায়ের বুক খালি না হয়: নির্বাচন কমিশনার

নারায়ণগঞ্জ মেইল: নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পাশ্ববর্তী জেলায় চারটি মায়ের বুক খালি হয়েছে, আমি চাই না নারায়ণগঞ্জে কারো মায়ের বুক খালি হোক। নির্বাচনের পরিবেশকে নষ্ট করার চেষ্টা যে করবে তাকেই আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মত-বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, নারায়ণগঞ্জের ইউপি নির্বাচনে বিপুল সংখ্যক বিডিআর, বিজিবি, র‌্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছি। কাউকে মারার জন্য নয়, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় সে কারনে তাদের মোতায়েন করা হয়েছে।

তিনি প্রার্থীদের উদ্দেশ্য বলেন, কারো দ্বীর্ঘশ্বাস নিয়ে নির্বাচিত হবেন না। নিজেদের গায়ে দ্বীর্ঘশ্বাস লাগতে দিয়েন না। আমরা কিন্তু কাউকে ছাড়বো না।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান সহ ৬টি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার প্রার্থীগন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ