সোনারগাঁয়ের মফিজুল হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের সোনারঁগায়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কলেজ ছাত্র মফিজুল ইসলাম হত্যা মামলায় এক জনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। একই সাথে আসামির বিরুদ্ধে আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন।

এ ছাড়াও এ মামলায় মহামান্য আদালত দুই নারীসহ ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ফাসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ ৩ জন পলাতক ও ৭জন আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফাসিরদন্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম জাহিদ (৩৮) তার ছোট ভাই যাবজ্জীবনপ্রাপ্ত আলমগীর (৩৫) ও বাসিত(২৮) পলাতক রয়েছে। তারা মুছারচর এলাকার মৃত. জুলহাস মিয়ার ছেলে। আদালতে উপস্থিত ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদ, শাহ জামাল, জুয়েল, মমতাজ বেগম, কল্পনা বেগম, কামাল ও নজরুল ইসলাম।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রশিকিউটর অ্যাডভোকেট জাসমীন আহমেদ বলেন, ২০১১ সালের ৯ নভেম্বর রাতে সোঁনারগায়ের মুছারচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উল্লেখিত আসামিরা শহীদুল্লার বাড়িতে টেটা ও ধারালো ছুরিসহ হামলা চালায়।

এসময় শহীদুল্লার কলেজ পড়ুয়া ছেলে মফিজুল ইসলামকে টেটা দিয়ে খুঁচিয়ে হত্যা করে। একই সময় বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর চালায়। এতে আরও কয়েকজন আহত হয়। এঘটনায় শহীদুল্লার বাদী হয়ে সোনারগাও থানায় ১০জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ