শারদীয় দুর্গোৎসবে জেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মেইল: দরজায় কড়া নাড়ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাত পোহালেই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে বৃহত্তম এই ধর্মীয় উৎসব। বিশ্বব্যাপী চলমান মহামারী করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনার মাধ্যমে এবারের দূর্গোৎসব পালনের আহ্বান জানিয়ে সকলকে দুর্গোৎসবে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহা এবং সাধারণ সম্পাদক শিখন সরকারের শিপন এক শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের সরকারি বিধি নিষেধ মেনে শুধুমাত্র ধর্মীয় রীতি নীতি পালনের মাধ্যমে এবারের দূর্গা পুজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সেইসাথে করোনা ভাইরাসের মহামারী থেকে মুক্তি পেলে আগামীতে বৃহত্তর পরিসরে ধুমধামের সাথে দেবী মায়ের আরাধনার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। সেই সাথে সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ