নারায়ণগঞ্জে মৌসুমী অপরাধীরা তৎপর

নারায়ণগঞ্জ মেইল: পবিত্র রমজান মাস আসলেই নারায়ণগঞ্জে মৌসুমী অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। এসকল মৌসুমী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পুলিশের পক্ষ থেকে বিগত দিনগুলোতে বিশেষ অভিযান পরিচালিত হলেও গত কয়েক বছর ধরে তা বন্ধ থাকায় রমজান আসলেই অপরাধীদের তৎপরতা বেড়ে যায়।

সূত্র বলছে, পবিত্র রমাজন মাসের শুরুতেই যানজট, নিত্য প্রয়োজনী পণ্যের মূল বৃদ্ধি, খাদ্যে ভেজালসহ নানা ভোগান্তির মধ্যে পড়তে হয় নারায়ণগঞ্জবাসীদের। এছাড়াও ঈদকে সামনে রেখে জেলায় অপরাধ বাড়ছে। এ নিয়েও নগরবাসী এখন শংকিত। মৌসুমী অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। তৎপরতা বৃদ্ধি পেয়েছে ছিনতাইকারী, জাল টাকা চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টির সদস্যরা। ঈদকে ঘিরে জেলা জুড়ে এসব অপরাধীরা ছদ্মবেশ ধারন করে নানা অপরাধের সাথে জড়িয়ে পরেছে। এসব অপরাধের সাথে অনেক ভদ্রবেশী অপরাধীরাও রয়েছে। বেড়েছে পকেটমার ও ছিনতাইকারীদের তৎপরতাও। ঈদকে ঘিরে অপরাধীদের তৎপরাতায় শঙ্কিত হয়ে পরেছে সাধারন মানুষ।

জানা গেছে, ঈদ আসলেই ছিনতাইকারী, জাল টাকা চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টির সদস্যরা তৎপর হয়ে উঠেন। ছিনতাইকারীরা সাড়া বছরই সক্রিয় থাকলেও পবিত্র রমজান মাসে তাদের তৎপরতা বেড়ে যায়। কিন্তু জাল টাকা চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টির সদস্যরা হল মৌসুমী অপরাধী। ঈদ আসলেই এদের তৎপরতা দেখা যায়। গত কয়েকদিনে পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেফতার হলেও জাল টাকা চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টির সদস্যরা রয়েছে অধরা। কেননা এরা ভদ্রবেশে নিজেদের কার্যক্রম পরিচালনা করে। তাই ঈদকে সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো কঠোর অবস্থানে থাকার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রনে কৌশলীও হওয়ার আহবান জানিয়েছেন অপরাধ বিশ্লেষকরা।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, মৌসুমী অপরাধীদের গ্রেফতারে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। ছিনতাইকারীদের গ্রেফতারে রমজান মাসে বিশেষ অভিযান পরিচালিত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ