নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করে প্রতিহতের ঘোষণা আইনজীবী ফোরামের

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে বিক্ষোভ করেছে বিএনপির পন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। বার্ষিক সাধারণ সভায় আইনজীবী সমিতি নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের বিরোধিতা করে এই বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। সেইসাথে এই নির্বাচন কমিশন বাতিল করে সকলের সাথে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছেন আইনজীবী ফোরাম নেতারা। (সোমবার ৯) জানুয়ারি আইনজীবী সমিতি ভবনের নিচতলায় এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ থাকে যে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ৩০ জানুয়ারী আইনজীবী সমিতির নির্বাচনের দিন নির্ধারন করা হয়েছে।

 

জেলা আইনজীবী সমিতি নির্বাচনের জন্যে ৪ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম এবং এড. মেরিনা বেগম । আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা এবং এড. হুমায়ুন কবির।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ