আইনজীবী সমিতির অনুষ্ঠান বর্জনের ঘোষনা দিয়েছে আইনজীবী ফোরাম

প্রেস বিজ্ঞপ্তি: আগামী ২৮ জুন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত “প্রধানমন্ত্রী কতৃক প্রদত্ত আইনজীবী প্রনোদনা তহবিলের চেক হস্তান্তর ও বার কাউন্সিলের সদস্যদের সম্বর্ধনা” অনুষ্ঠান বর্জনের ঘোষনা দিয়েছেন বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই বর্জনের কথা জানান।

বিবৃৃতিতে উল্লেখ করা হয়, বার কাউন্সিল হচ্ছে সারা দেশের আইনজীবীদের অভিভাবক সংগঠন। এখানে সকল দলের আইনজীবীদের সমান অধিকার বিদ্যমান। কিন্তু নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি বার কাউন্সিলের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। কারন ২৮ জুন তারা প্রধানমন্ত্রী কতৃক প্রদত্ত আইনজীবী প্রনোদনা তহবিলের চেক হস্তান্তর ও বার কাউন্সিলের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে কিন্তু সে অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি বার কাউন্সিলের চারজন সদস্য জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল ও গ্রুপ আসনের এ এস এম বদরুল আনোয়ারকে। যারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘জাতীয়তাবাদী ঐক্য প্যানেল’ থেকে নির্বাচিত হয়েছিলেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এহেন স্বেচ্ছাচারী আচরণে হতাশ হয়েছে নারাণগঞ্জের সাধারণ আইনজীবীরা। তাই আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠান বর্জনের ঘোষনা দিলাম এবং দলমত নির্বিশেষে সকল সাধারণ আইনজীবীগণকেও এ অনুষ্ঠান বর্জনের আহবান জানাচ্ছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ