নারায়ণগঞ্জে এখনো জমে উঠেনি ঈদের কেনাকাটা

নারায়ণগঞ্জ মেইল: চলছে পবিত্র মাহে রমজান মাস। এ মাসের শেষেই শাওয়াল মাসের প্রথম দিন উদযাপিত হবে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে নতুন পোষাক কেনার তেমন একটা আগ্রহ দেখা যায়নি নারায়ণগঞ্জের বিপনী বিতানগুলোতে। দোকানে বসে ক্রেতার আশায় অলস সময় পার করতে দেখা যাচ্ছে বিক্রেতাদের। তবে ঈদ ঘনিয়ে এলে বেচা বিক্রি বাড়বে বলে আশাবাদ জানিয়েছেন তারা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শহরের চাষাঢ়া এবং ডিআইটির বিভিন্ন শপিং মলগুলো একেবারেই ফাঁকা পরে আছে। এছাড়াও বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন মার্ক টাওয়ার, হক প্লাজা, সান্তনা মার্র্কেট, আল জয়নাল ট্রেড সেন্টার, সমবায় মার্কেট, লুৎফা টাওয়ার, পানোরামা প্লাজা, সায়াম প্লাজা, হাসনাত স্কয়ার, জিরো বাজার শপিং মল প্রমূখ বিপনী বিতানগুলোতেও নেই ক্রেতার উপস্থিতি।

নগরীর সান্তনা মর্কেটে অবস্তিত শিতল টেক্সটাইলের মালিক মো: বাদল নারায়ণগঞ্জ মেইলকে জানান, ঈদের কেনাকাটা এখনো জমে উঠেনি। তবে এপ্রিল মাসের শুরুর দিকে বেচাবিক্রি বাড়বে বলে আশা করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ