মামুন মাহমুদের উপর সন্ত্রাসী হামলায় সহিদুলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে রাজধানীর পল্টনে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

এক বিবৃতিতে সহিদুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের উপর অজ্ঞাত নামা সন্ত্রাসীদের নৃশংস হামলা ও গুরুত্ব আহতের এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । এবং সেই সাথে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ।

প্রসঙ্গত, সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে পল্টনে কস্তুরী হোটেলের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ