বিজয় দিবসের র‍্যালিতে শরীফ আহমেদ টুটুলের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান

নারায়ণগঞ্জ মেইল: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের র‍্যালিকে সফল করার লক্ষ্যে রুপগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।

 

শনিবার ( ১৬ ডিসেম্বর ) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি বের করে করা হয়।

 

এদিকে বিজয় দিবসের র‍্যালিকে সফল করতে সকাল থেকেই রূপগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নয়াপল্টনে আশেপাশে জড়ো হতে থাক।

 

এছাড়াও বিজয় দিবসের র‍্যলি থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে দাবিতে শ্লোগান দেয় নেতাকর্মীরা। নেতাকর্মীদের এমন শ্লোগান শ্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টনের আশপাশ।

 

বিজয় দিবসের স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব হোসেন ও মোঃ আমিনুল ইসলাম ইমন সহ রুপগঞ্জের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ