ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা 

প্রেস বিজ্ঞপ্তি: ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। ক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৫ এর (১) ধারা মোতাবেক কিছু সদস্য দ্বৈত ক্লাবের সদস্য হওয়াতে তাদের সদস্য পদ গঠনতন্ত্র অনুযায়ী বাতিল হয়ে যায়। তাই গঠনতন্ত্রের-৬ অনুচ্ছেদ এর ৬ ধারা মোতাবেক একাধিক পদ শূন্য হওয়াতে কমিটি ভেঙ্গে দেওয়া হয়।

গত সোমবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলানায়তনে কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল্লাহ রিপন, কার্যকরী সদস্য মনির হোসেন-২ ও কার্যকরী সদস্য আনোয়ার হোসেন সজিব এর সদস্য পদ বাতিল হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক কার্যকরী কমিটির সভাপতি কাজী আনিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি সৈয়দ শহীদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক রফিকুল্লাহ রিপন, অর্থ সম্পাদক রাকিব চৌধুরী শিশির, দপ্তর সম্পাদক মনিকা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক আহম্মেদ সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, কার্যকরী সদস্য রনজিৎ মোদক, মনির হোসেন-২ ও আনোয়ার হোসেন সজিব ।

পরে তিন সদস্য বিশিস্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন কাজী আনিসুর রহমান, মনির হোসেন, রনজিৎ মোদক।

তবে রনজিৎ মোদক অসুস্থ থাকায় কমিটিতে থাকতে অপারাগতা প্রকাশ করায় তার স্থলে জুয়েল চৌধুরীকে রাখা হয়েছে।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ