মাসদাইরে ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ মেইল: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও শহরের ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার ( ১ মে ) সকাল ১০টায় শহরের মাসদাইর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী সেমাই, চিনি, দুধ ও পোলাও চাল বিতরণ করা হয়। এছাড়াও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল আহসানের সভাপতিত্বে ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি আব্দুস সালাম খন্দকার সেলিমের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা শাহজাহান আহম্মেদ প্রধান, তোতা মিয়া, কৃষক লীগ নেতা নজরুল ইসলাম খন্দকার, যুবলীগ নেতা ইউনুস আলী, মো. সুলতান, মো. সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বিপ্লব, সাজ্জাদ খন্দকার নয়ন, নাজমুল করিম টিটু, ছাত্রলীগ নেতা মো. রাব্বী, মো. অমিও, ফাহিম, শাকিল, তাজুল, সাঈদ, জনি, রোমান, রাব্বি প্রমুখ।
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ