ঈদুল ফিতর উপল‌ক্ষে নান্নুর উ‌দ্যো‌গে অসহায়‌দের খাদ‌্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ মেইল: প‌বিত্র ঈদুল ফিত‌রের আনন্দ সক‌লের সা‌থে ভাগাভা‌গি ক‌রে নি‌তে অসহায়‌দের মা‌ঝে সম্পূর্ন ব‌্যা‌ক্তিগত অর্থায়‌নে খাদ‌্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছেন ফতুল্লা থানা আওয়ামী লী‌গের কার্যকরী সদস‌্য ও জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক আতাউর রহমান নান্নু।

শ‌নিবার (৩০ এ‌প্রিল) দুপু‌রে ফতুল্লার শিবু মা‌র্কেট মো‌ড়ে দুইশত অসহায় মানু‌ষের মা‌ঝে এ খাদ‌্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বক্তাবলী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও ফতুল্লা থানা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক আলহাজ্ব এম শওকত আলী।

খাদ‌্য সামগ্রী বিতরণকা‌লে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা নিশান কাফী, ফাহিম এমিল, আলী আশরাফ, এড.হাবিবুর রহমান, ফারুক প্রধান, ইমরান হোসেন ইমন, মীর সৃজন, আল আমিন খাঁন, রনক পারভেজ, মোঃ সালাম, রফিক সাউদ, মোঃ রানা, মোঃ নাহিদ, ফয়সাল হোসেন, হানিফ আহমেদ, ফয়সাল আহমেদ, এস.কে ইমরান ও ফতুল্লা ব্লাড ডোনার্সের সেক্রেটারি এস.আর সানি প্রমুখ।

কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিলো ক্লিন্টন রায়, মোঃ শিমূল, মোঃ আকাশ, সিমান্ত, শুভ, পল্টন রায়, মাহিন ও আকাশ হোসেন।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ