সকলকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন উত্তম সাহা

নারায়ণগঞ্জ মেইল: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার সাহা। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।

 

বিবৃতিতে তিনি বলেন, “ধর্ম যার যার উৎসব সবার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও নারায়ণগঞ্জবাসী জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব পালন করবে। নারায়ণগঞ্জের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এখানে সকল ধর্মের সকল মতের মানুষ মিলেমিশে আনন্দ উৎসব ভাগাভাগি করে নেয়। গত দুই বছর করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছিল। এবার করোনার বিস্তার কিছুটা কম থাকায় উৎসবের মাত্রাটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ভক্ত সাধারনের মনে। তাই এবার জমজমাট দুর্গোৎসবের অপেক্ষায় আছি আমরা। সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ