বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে জেলা পূজা পরিষদের প্রার্থনা সভা

নারায়ণগঞ্জ মেইল: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ। সোমবার (১৫ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত গোপাল জিউর মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয় এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তি।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন বর্মন, পূজা পরিষদ নেতা তপন গোপ সাধু, সুজন বিশ্বাস, কৃষ্ণ আচার্য্য, ১৪নং ওয়ার্ড পূজা উদযাপন পপরিষদের আহবায়ক বিশ্বজিত সাহা, সদস্য সচিব অমর ঘোষ, সদস্য মধুসুদন ঘোষ, তারক ঘোষ, মধু দাস, নীলকমল পোদ্দার, ভরত দাস, গৌতম দে, জুয়েল সাহা, গোবিন্দ সাহা, পাপ্পু সাহা, ত্রিনাথ সাহা প্রমুখ।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ