সোনারগাঁয়ে ডাবল মার্ডার মামলার আসামী মামুন গ্রেফতার

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. মামুন। তিনি সোনারগাঁ উপজেলার কাঁচপুর পাঁচপাড়া এলাকার বাসিন্দা।
রবিবার (৫ মার্চ) দুপুরে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান।

তিনি বলেন, ‘শনিবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মোর্শেদা নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ সুপার আরও বলেন, ‘জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে তারা স্বীকার করেছেন। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন তারা। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো সময় তাদের আইনের আওতায় আনা হবে।’

এসপি গোলাম মোস্তফা বলেন, ‘দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জমিতে সরকারি ড্রেন নির্মাণের সময় আসলাম সানি, রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম রনি পানি ফেলার জন্য পাইপলাইন বসাতে চাইলে তার চাচাতো ভাইয়েরা বাধা দেয়। এতে তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মোস্তফা, মফিজুল, মারুফ ও মামুনসহ কয়েকজন পরিকল্পিতভাবে আসলাম সানি ও সফিকুল ইসলাম রনিকে কুপিয়ে হত্যা করে।’

গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর পাঁচপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। তারা হলেন, মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি ও ছোট ছেলে শফিকুল ইসলাম রনি। তাদের আরেক ভাই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পরেরদিন ২৭ ফেব্রুয়ারি বিকালে নিহতদের বড় বোন সামসুন নাহার নয় জনকে আসামি করে মামলা করেন।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ