জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আইনজীবী ফোরামের দোয়া সোমবার

নারায়ণগঞ্জ মেইল: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করবে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার (৬ জুন) বাদ জোহর নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ কর্মসূচি পালন করা হবে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান।

আনোয়ার প্রধান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি স্বাধীনতার ঘোষনা দিয়েই বসে থাকেননি বরং অস্ত্র হাতে রনাঙ্গণে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা উপহার দিয়েছেন। আমরা মহান এই নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারপাসৃন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া ও নেওয়াজ বিতরণ কর্মসূচি পালন করবো। সোমবার বাদ জোহর নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হবে।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ