বার কাউন্সিল নির্বাচনে বিএনপির প্রার্থীদের না:গঞ্জ আদালতপাড়ায় প্রচারণা

নারায়ণগঞ্জ মেইল: আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা নারায়ণগঞ্জের আদালত পাড়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। বুধবার (২০ এপ্রিল) সকালে তারা নারায়ণগঞ্জ আদালত পাড়া আসেন এবং নারায়ণগঞ্জের আইনজীবিদের কাছে ভোট প্রার্থনা করেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রার্থীগণকে নিয়ে আদালত পাড়ায় ঘুরে ঘুরে বিএনপি প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন।

ভোট প্রার্থনা শেষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় এক সংক্ষিপ্ত প্যানেল পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার কাউন্সিল নির্বাচনে সদস্য প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অঞ্চলভিত্তিক গ্রুপ-এ ঢাকা অঞ্চলের অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন মিয়া।

এসময় বক্তাগণ বর্তমান সরকারের দুর্বিষহ দুঃশাসনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেইসাথে বার কাউন্সিলের বর্তমান নেতৃত্বের ব্যর্থতাগুলো তুলে ধরে আগামীতে আইনজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সঠিক কার্যক্রম পরিচালনার জন্য বিএনপি প্যানেলকে নির্বাচিত করার আহ্বান জানান।

প্যানেল পরিচিতি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা অ্যাডভোকেট মশিউর রহমান শাহীন, এডভোকেট আলম খান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান, এডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত, অ্যাডভোকেট ফজলুর রহমান ফাহিম, অ্যাডভোকেট আসমা হেলেন বিথিসহ জ্ঞানগঞ্জ আদালতের বিএনপিপন্থী আইনজীবীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ