মন্তু-সজলের নেতৃত্বে মহানগর যুবদল ঐক্যবদ্ধ: সহিদুল

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর যুবদল অতীতের চেয়ে অনেক বেশী শক্তিশালী ও ঐক্যবদ্ধ। বর্তমান আংশিক আহবায়ক কমিটিতে কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাত বা বিভক্তি নেই। এখানে কমিটি বানিজ্য বা আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। মহানগর যুবদলের এই ঐক্য বিনষ্ট করতে একটি মহল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে তাদের এই ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না। রাজপথেই এর দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সহিদুল ইসলাম অপপ্রচারকারীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন।

গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সহিদুল বলেন, কমিটির বিষয়ে নারায়ণগগঞ্জ মহানগর যুবদলে কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই। নারায়ণগঞ্জ মহানগর যুবদল নিয়ে যারাই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন শক্ত হাতে তাদের প্রতিহত করা হবে। কারন মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু এবং সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের ঐকান্তিক প্রচেষ্টায় কেন্দ্র ঘোষিত প্রগ্রামগুলি প্রনবন্ত হয়। আর কেন্দ্র ঘোষিত মিছিল মিটিংগুলি নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে যখন করতে নির্দেশ দেয়া হয়, আহবায়ক মন্তু আর সজল দক্ষতা ও বিচক্ষনতার সাথে লোকবল একসাথে করে সম্পন্ন করেন। আর যারাই মিছিল মিটিং করেন না, অদক্ষ তারাই নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে হেয় কারার জন্য গিবত করার দায়িত্ব নিয়েছেন। এরাই আওয়ামী এজেন্ট। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনোভাবেই মহানগর যুবদলের ঐক্য বিনষ্ট হতে দেয়া হবেনা। আমি তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলতে চাই, পেছনের দরজা দিয়ে নেতৃত্বে আসার কোনো সুযোগ নাই। আপনারা রাজপথে আন্দোলন সংগ্রামে অংশ নেন। তানাহলে আপনাদের অস্তিত্ব বিলিন করে দেয়া হবে। রাজপথ ছাড়া নেতৃত্ব পাওয়ার কোনো অবকাশ নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ