না:গঞ্জে জমজমাট ঈদ কেনাকাটা

নারায়ণগঞ্জ মেইল: মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর দরজায় কড়া নাড়ছে। এ সময়ে প্রাচ্যের ডান্ডি নারাণগঞ্জের বিপনী বিতানগলোতে ক্রেতাদের উপচে পরা ভিড় দেখা যাচ্ছে। দিনভর ভিড় কিছুটা কম থাকলেও ইফতারের পর থেকে মধ্যরাত পর্যন্ত নানা বয়সী ক্রেতাদের ভিড়ে হিমশিম খেতে হচ্চে বিক্রেতাদের।

পবিত্র রমজান মাসের শুরু থেকেই ঈদের কেনাকাটা শুরু কলেও দিন যতো যাচ্ছে নারায়ণগঞ্জের মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি ততই বৃদ্ধি পাচ্ছে। শহরের ডিআইটির বিভিন্ন শপিং শলগুলোতে প্রায় সারাদিনই ভিড় থাকছে। বিভিন্ন বয়সের নারী-পুরুষের পাশাপাশি শিশুদের ঈদ কেনাকাটায়ও ব্যাপক আগ্রহ এখানে। এছাড়াও ছাষাঢ়া বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন মার্ক টাওয়ার, হক প্লাজা, সান্তনা মার্র্কেট, আল জয়নাল ট্রেড সেন্টার, লুৎফা টাওয়ার, পানোরামা প্লাজা, সায়াম প্লাজা, হাসনাত স্কয়ার প্রমূখ বিপপনী বিতানগুলো ক্রেতা-বিক্রেতার কলকাকলীতে মুুখরিত থাকছে সারাদিন।

শহরের মিশনপাড়ার অধিবাসী ব্যবসায়ী মিজানুর রহমান পরিবারের সবাইকে নিয়ে এসেছেন ঈদ কেনাকাটায়। ঈদ শপিংয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দাম একটু বেশীই মনে হচ্ছে। কিন্তু বাচ্চাদের পছন্দের জামা কাপড়তো কিনতেই হচ্ছে। তবে গত কয়েক বছরের মতো বঙ্গবন্ধু সড়কে যানজট না থাকায় সহজেই এক মার্কেট থেকে াারেক মার্কেটে যাওয়া যাচ্ছে। এটা আমাদের জন্যে একটা বড় স্বস্তির খবর।

চাষাঢ়ার সান্তনা মার্কেটের ডিফেন্সি ফ্যাশনের মালিক আজিজুল বলেন, ঈদের বিক্রি ভালো হচ্ছে। দিন যতো যাচ্ছে ক্রেতার উপস্থিতি ততই বৃৃদ্ধি পাচ্ছে। দেশী বিদেশী সকল পণ্যই রাখা হয়েছে। ছেলেদের পছন্দ পাঞ্জাবী বিক্রি হচ্ছে বেশী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ