বিতর্কিতদের প্রতিষ্ঠিত করছেন তারা!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের রাজনীতিতে সবচেয়ে ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সাংসদ একেএম সেলিম ওসমান ও একেএম শামীম ওসমান। তিন পুরুষ ধরে যারা জাতীয় পর্যায়ের রাজনীতিতে নারায়ণগঞ্জকে প্রতিনিধিত্ব করে আসছেন সে পরিবারের যোগ্য উত্তরসুরী এ দুই সাংসদের বিরুদ্ধে বিতর্কিতদের নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করার মতো গুরুতর অভিযোগ আওয়ামীলীগের তৃণমূলের। এমনকি চিহ্নিত রাজকার কিংবা বঙ্গবন্ধু হত্যা মামলার আসামী পরিবারের লোকদেরও আশ্রয় প্রশ্রয় দিয়ে নারায়য়ণগঞ্জে তারা প্রতিষ্ঠা করছেন বলে তৃণমূলের ক্ষোভ।

অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আশ্রয় প্রশ্রয়ে স্বাধীনতা বিরোধী অনেকেই নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছেন। ক্ষমতাসীন দলের নেতাকর্মী যারা আওয়ামীলীগের দু:সময়ে দলের জন্যে ত্যাগ স্বীকার করেছেন তাদের চেয়েও স্বাধীনতা বিরোধী শক্তি দিনদিন দাপুটে হয়ে উঠছেন এই দুই সাংসদের ছত্রছায়ায়। বিএনপি-জামাতসহ সরকার বিরোধীদের আশ্রয় প্রশ্রয়ের অভিযোগ এতোদিন ছিলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে। এবার ওসমান পরিবারের বিরুদ্ধেও একই অভিযোগ তুুলেছেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীরা।

জানা গেছে, মহান মুক্তিযুদ্ধের সময় নারায়ণগঞ্জের কুখ্যাত রাজাকার গোলাম রাব্বানীর পুত্র খালেদ হায়দার খান কাজল ওসমান ভ্রাতৃদ্বয়ের প্রশ্রয়ে দাপটের সাথে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করছেন। অনেকেই রাজাকার পুত্র কাজলকে নারায়ণগঞ্জের মুকুটবিহীন বাদশাও বলে থাকেন। সম্প্রতি সেই কুখ্যাত রাজাকার গোলাম রাব্বানীকে মুক্তিযোদ্ধাদের সহযোগী বানানোর মিশনে নেমেছেন দুুই ভাই। এছাড়াও বন্দরের রফিক রাজাকারের পুত্র মাকসুদ এখন মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান। ওসমান পরিবারের আশীর্বাদে মাকসুদ এখন প্রতিষ্ঠিত দাপুটে নেতা।

কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিএনপি নেতা মনিরুল আলম সেন্টু। এনিয়ে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করলেও শেষ পর্যন্ত নৌকা প্রতীক নিয়ে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেন্টু। এক সময়ের বিএনপি’র দাপুটে নেতা সেন্টু এখন সংসদ সদস্য শামীম ওসমানের কল্যানে আওয়ামীলীগার বনে গেছেন।

জামাত-হেফাজতের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা নেতা জাকির হোসেন ওসমান পরিবারের কল্যানে আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে সদস্য পদটি না থাকলেও ওসমান পরিবারের আশীর্বাদে জাকির হোসেন নৌকা প্রতীক বাগিয়ে নিয়েছেন। এমনকি নির্বাচনী নির্বাচনী প্রচারণা কালে জাকির হোসেনের পাশে আওয়ামী লীগ নেতাদের পরিবর্তে জামায়েত ও হেফাজত নেতাদের দেখা গেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার অন্যতম আসামী কিসমত হাশেমের ছোটোভাই এবং চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মালমার অন্যতম আসামী শওকত হাশেম শকু এখন ওসমান পরিবারের আশীর্বাদে টানা তৃতীয় বারের মত কাউন্সিল নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক ইস্যুতে নারায়ণগঞ্জ বিএনপির নেতারা বিভিন্ন হামলা মামলার শিকার হলেও শকুকে কখনো এ ধরনের দায় পোহাতে হয়নি বরং শহরে দাপটের সাথে রাজত্ব করছেন শকু। শকু প্রমাণ করলেন যদি ওসমান পরিবারের আশীর্বাদ থাকলে আওয়ামীলীগার না হয়েও আওয়ামীলীগ নেতাদের উপর রাজত্ব করা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ