না:গঞ্জে অনুষ্ঠিত স্কুল ক্রিকেটের ফাইনালে বিজয়ী রংপুর শিশু নিকেতন

নারায়ণগঞ্জ মেইল: ২১তম ওভারের দ্বিতীয় বলটি মিড অনে ঠেলে রান নিতে গিয়েই ঘটে বিপদ। রান আউট হন মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ইউসুফ আলী। সঙ্গে সঙ্গে ভাগ্যও নির্ধারিত হয়ে যায় ম্যাচের। রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের কোচসহ ক্রিকেটাররা মাঠের দিকে দৌড় দিলেন। পরক্ষণে ক্ষুদে ক্রিকেটারদের উল্লাস যেন আর থামেই না। থামবেই বা কেন? ৩৫০ স্কুলের মধ্যে যে রংপুর-ই সেরা!

৩৫০ স্কুলের ৭ হাজার খুদে ক্রিকেটার নিয়ে শেষ হলো চলতি মৌসুমের প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট।সবাইকে ছাপিয়ে শিরোপা ছুয়েছে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়। সোমবার নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে তারা ৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।

সোমবার নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে রংপুরের স্কুলটি এক তরফা ভাবেই ম্যাচ জিতেছে। টস হেরে ব্যাটিং করতে নেমে ৩৭.১ ওভারে মাত্র ১০২ রান করে শিশু নিকেতন। আহমেদ তেজানের ২৮ ও সাদের ২৪ রানে কোনওমতে একশ পার করে তারা।

রান তাড়া করতে নেমে পঞ্চাশও ছুঁতে পারেনি মেহেরপুর। একুশ ওভার শেষের আগেই ৪৩ রানে অলআউট হয়েছে। রংপুরের অধিনায়ক শেখ ইমতিয়াজ শিহাবের ঘূর্ণি জাদুতে আত্মসমর্পণ করে মেহেরপুর। এই লেগ স্পিনার ৫ ওভারে মাত্র ১৪ রানে ৫ উইকেট নিয়েছেন।

শুধু ফাইনাল নয়, পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিপক্ষের হন্তারক ছিলেন এই খুদে লেগস্পিনার। পুরো টুর্নামেন্টে তার শিকার ৩৩ উইকেট। ম্যাচ সেরা, সিরিজ সেরা ও সর্বোচ্চ উইকেট শিকার; তিনটি পুরস্কারই নিজের পকেটে পুড়েছেন। এছাড়া ২ উইকেট নেন শামিউল ইসলাম শুভ।

একদিকে যখন রংপুরের শিক্ষার্থীদের বিজয়োল্লাস চলছিল, অন্যদিকে মেহেরপুর শিবিরে ছিল পরাজয়ের শোক! মেহেরপুরের অধিনায়ক ইশতিয়াক আহমেদ জিয়ানের তো কান্নাই থামছিল না। শুধু তিনিই নন, একে অন্যকে জড়িয়ে ধরে কান্নার রোলও ওঠে। কোনওভাবেই এই হার মানতে পারছিল না ফাইনালের আগে অপরাজিত থাকা মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

সেমিফাইনালে সরকারি জুবিলি হাই স্কুলকে ৪২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শিশু নিকেতন বিদ্যালয়। অন্যদিকে গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে ওঠে মেহেরপুর।

করোনার কারণে গত দুই বছর মাঠে গড়ায়নি স্কুল ক্রিকেট। নতুন মোড়কে এবার ৩৫০ স্কুল এই প্রতিযোগিতায় নাম লেখায়। জেলা পর্যায়ে ম্যাচ হয় ৫৮১ টি। এরপর জেলা চ্যাম্পিয়নদের অংশগ্রহণে বিভাগীয় রাউন্ডে ৫৭টি ম্যাচ খেলা হয়েছে। ওখান থেকে ৭ বিভাগ ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নদের নিয়ে মাঠে গড়ায় ন্যাশনাল রাউন্ড। সব মিলিয়ে ৬৪ জেলায় মোট ৬৫৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকেই রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নের মুকুট মাথায় দিয়েছে।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ