তৈমুরের হালুয়া-রুটিতে ভাগ বসাতে মরিয়া তারা!

নারায়ণগঞ্জ মেইল: দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদে প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জেলা বিএনপি’র আহবায়ক পদ এবং চেয়ারপার্সনের উপদেষ্টার পদ- উভয়ই হারিয়েছেন। দলীয় পদ থেকে বহিষ্কার হওয়ায় এবং কেন্দ্রীয় নেতাদের কঠোর নির্দেশনার কারণে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আর যাচ্ছেন না তৈমুরের গণসংযোগে। প্রথমদিকে অনেকেই অংশ নিলেও পরিস্থিতি বুঝে প্রায় সকলেই সটকে পড়েছেন। শুধুমাত্র তৈমুরের ছোটভাই খোরশেদ অনুসারী কিছু যুবদলের কর্মী সমর্থকরা ছাড়া আর কেউ নেই তৈমুরের সাথে।

তবে এতকিছুর পরেও গুটিকয়েক বিএনপি নেতা সারাদিন ঘুরছেন তৈমুরের পিছু পিছু। গুঞ্জন রয়েছে, বিএনপি’র বহিস্কৃত নেতা তৈমুর আলম খন্দকার একটি প্রভাবশালী পরিবার থেকে কয়েক কোটি টাকা পেয়েছেন। তৈমুরের সেই টাকার কিছু অংশের ছিটেফোঁটা হলেও যদি ভাগ্যে জোটে- সেই আশায় নাকি তারা দলীয় নির্দেশনা অমান্য করে হলেও তৈমুরকে সময় দিচ্ছেন। এসব দেখে অনেক নেতাকর্মী হাসতে হাসতে বলেন ‘টাকার লোভে মানুষ কতো কিইনা করে। হালুয়া-রুটির ভাগ পেতে বহিস্কৃত নেতার পিছু পিছু ঘুরছেন তারা।

স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামাল দীর্ঘদিন যাবৎ প্রবাসে জীবনযাপন করছেন। নারায়ণগঞ্জের রাজনীতি থেকে সম্পূর্ণই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। কিন্তু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের দামামা বেজে ওঠার সাথে সাথে তিনি দেশে চলে আসেন। অনেকের মতে তিনি একটি উদ্দেশ্য নিয়ে এবার বাংলাদেশে এসেছেন। স্থায়ীভাবে থেকে যাওয়ার জন্য আমেরিকায় তিনি একটি ফ্লাট কিনতে চাচ্ছেন। সেই ফ্ল্যাট কেনার টাকা জোগাড়ের জন্যেই সিটি নির্বাচনকে টার্গেট করে বাংলাদেশে এসেছেন তিনি। প্রথমে চেষ্টা করেছিলেন নিজে প্রার্থী হয়ে মালকড়ি কিছু কামাবেন। পরে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রয়েছেন তার পাশে। কারণ রাজনৈতিক অঙ্গনের তৈমুরের কোটি টাকা নেওয়ার যে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, তা যদি সত্যি হয় তবে সেখান থেকে কিছুটা হলেও ভাগ বসানোর আশা ছাড়েন কেমন করে।

এছাড়াও সিটি কর্পোরেশনের ভোটার না হয়েও জেলা বিএনপি নেতা খন্দকার মনিরুল ইসলাম, নজরুল ইসলাম টিটু ও রুহুল আমিনকে দেখা যাচ্ছে সিটি নির্বাচনের প্রচারণায় তৈমুরের পাশে। যদিও নারায়ণগঞ্জ সিটিতে তারা বহিরাগত, তারপরও তারা তৈমুরের পিছু ছাড়ছেন না। রাজনৈতিক বোদ্ধাদের মতে, কোটি টাকার লোভ কয়জন সামলাতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ