না’গঞ্জ জেলা শ্রমিক লীগের বর্ণাঢ্য বিজয় র‌্যালী

নারায়ণগঞ্জ মেইল : স্বাধীনতার ৫০ বছরের  সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জে স্মরণকালের সেরা বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়।
বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর ) সকাল সাড়ে দশটায় চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি। পরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিজয় দিবসে উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীদের নিয়ে দৃষ্টি নন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ছবিকৃত ফেস্টুন ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের ছবিকৃত ফেস্টুন ব্যানার ও জাতীয় পতাকা হাতে সুসজ্জিত হয়ে শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে এসে সমাপ্ত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল কাদিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. কামাল হোসেনের নেতৃত্বে  এসময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান মেম্বার, যুগ্ম সম্পাদক সিরাজুল হক, সদস্য মোখলেসুর রহমান, আলী হোসেন, দেলোয়ার হোসেন, অনীল কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, আলমগীর মিয়া, হাজী রহমত উল্লাহ, হুমায়ূন কবির, জাহাঙ্গীর হোসেন, মোসলেউদ্দিন জীবন, মো. আসলাম, সাহাব উদ্দিন পাঠান, ওমর ফারুক, আনোয়ারুল হক সুমন, বোরহান মিয়া, সোহেল আহম্মেদ, সোনিয়া আক্তার, তাজুল ইসলাম, এম এম কাদির, পাভেল খান, রবিউল আলম, ফকির নুর হোসেন, বন্দর থানা শ্রমিকলীগ নেতা হাফিজ আহম্মেদ, রূপগঞ্জ থানা শ্রমিকলীগ নেতা হাজী মিলন ভূঁইয়া, বন্দর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ওবায়দুল্লাহ আরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী লিটন প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ