নারায়ণগঞ্জ মেইল: আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং গত সিটি নির্বাচনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে আসন্ন নির্বাচনের করণীয় সম্পর্কে মতবিনিময় করেন তিনি।
এসময়ের এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন দেশের সকল নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে আজ কারাবন্দি। এ বন্দিদশায় থেকে তিনি বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন। জালিম সরকার বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। আমরা বেগম জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সরকারি দলের প্রার্থীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সহ-সভাপতি এবং মহানগর কৃষক দলের আহ্বায়ক মনির হোসেন খান, সদস্য-সচিব গুলজার হোসেন খান, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম টুলু, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উজ্জল হোসেন, নূর আলম সিকদার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধান, কৃষকদল নেতা আলাউদ্দিন শিকদার, জসিম উদ্দিন খান ছোটন, মোহাম্মদ আব্দুল্লাহ, দুলাল হোসেন, আসলাম হোসেন, মুসা গাদ্দাফি, মুকুল, আশরাফুল, আনোয়ার হোসেন, মাসুদ মিয়া, সুমন মিয়া, যুবদল নেতা লিংকন খান, এইচএম হোসেন, কাঞ্চন আহমেদ, সাখাওয়াত ইসলাম জ্যাকি, মীর রাজিবসহ নেতাকর্মীবৃন্দ।