মেয়র পদে এডভোকেট সাখাওয়াতের মনোনয়নপত্র সংগ্রহ

নারায়ণগঞ্জ মেইল: আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০১৬ সালের নাসিক নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহের পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের জানান, নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে দলের কোন আপত্তি নেই। কেন্দ্রীয় নেতাদের এমন নির্দেশনা পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পরবর্তীতে দলের যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। তবে এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান সাখাওয়াত। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যাপারেও তিনি আপত্তি তোলেন। ব্যালট পেপারের ভোটকেই তিনি নিরাপদ মনে করছেন।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই। যে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অনেকগুলো দল বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন ও সংসদ উপ-নির্বাচনেও অংশগ্রহণ করছে না। ইতোপূর্বে দল থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে অপর নির্দেশনা রয়েছে কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলে দল থেকে আপত্তি থাকবেনা।

অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, আমি মনোনয়ন পত্র সংগ্রহ করলাম। দলের সাথে যোগাযোগ করছি। দল যদি নির্বাচন করে থাকলে ধানের শীষ মার্কায় নির্বাচন করব। দল অন্য কাউকে মনোনয়ন দিলে তার সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করব। তবে দল প্রতীকে নির্বাচনে অংশ না নিলে নারায়ণগঞ্জবাসীকে নিয়ে আমি নির্বাচনে থাকবো। এছাড়া তিনি আসন্ন সিটি নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের সর্বশেষ নির্বাচন উল্লেখ করে তারা আর ভুলত্রুটি করবেন না বলে উল্লেখ করেন। এছাড়া আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে ইভিএম প্রত্যাহার করে ব্যালট পেপারে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

এ সময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, মনির হোসেন খান, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিসুল ইসলাম সানি, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব গুলজার হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানসহ শতাধিক নেতাকর্মী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ