বিএনপিতে গডফাদারের কালো ছায়া!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল মাত্র তিন মাসের জন্য। কিন্তু তিন মাসের কমিটি বছর পার করতে চললো। জেলা বিএনপির অন্তর্গত পাঁচটি থানা ও পাঁচটি পৌরসভা গঠন নিয়ে চলছে এলাহি কান্ড। সীমাহীন দুর্নীতি আর স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে এসব কমিটি গঠনকে কেন্দ্র করে। আর এই কমিটি বাণিজ্যের নেপথ্যে একজন গডফাদারের কালো থাবা পড়েছে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।

নেতাকর্মী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে নজরুল ইসলাম আজাদের পরিচিতি নব্য কিংমেকার হিসেবে। বিশেষ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি গঠনের বিষয়ে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে থাকেন নজরুল ইসলাম আজাদ। জনশ্রুতি রয়েছে আজাদকে খুশি করতে পারলে বছরের পর বছর নিষ্ক্রিয় থাকলেও বাগিয়ে আনা যায় গুরুত্বপূর্ণ পদ পদবী। তাই রাজপথের ত্যাগি নেতাকর্মীদের জন্য বর্তমানে অভিশাপের আরেক নাম নজরুল ইসলাম আজাদ।

তবে কমিটি বাণিজ্য করতে গিয়ে বিভিন্ন সময়ে নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয়েছে আজাদকে। আড়াইহাজারের অনেক নেতাকর্মীকে পদ-পদবি দেওয়ার কথা বলে টাকা পয়সা নিয়ে পদ-পদবী দিতে না পারায় নেতাকর্মীদের হাতে হেনস্তা হয়েছেন বেশ কয়েকবার। আর এ কারনেই বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী কিংবা বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানও নিজ এলাকায় আয়োজন করতে পারেন না নজরুল ইসলাম আজাদ। গত ৩০ মে তারিখে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানও নিজ এলাকা আড়াইহাজারে আয়োজন করতে পারেননি নজরুল ইসলাম আজাদ।

এদিকে নজরুল ইসলাম আজাদ আড়াইহাজারের নেতা হলেও শহর-বন্দর-গ্রাম যেখানে কমিটি গঠনের গন্ধ ছড়ায়, সেখানেই গন্ধ শুঁকে চলে আসেন নজরুল ইসলাম আজাদ। সমগ্র নারায়ণগঞ্জে বিএনপি এবং যতো অঙ্গসংগঠনের কমিটি গঠন হচ্ছে, সখানেই তার হস্তক্ষেপ পরিলক্ষিত হচ্ছে। কমিটি বানিজ্যকে অনেকটা অলিখিতভাবেই জায়েজ করে ফেলেছেন এই নেতা।

নেতাকর্মীরা জানায়, নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের কাছে এখন এক মূর্তিমান আতঙ্কের নাম নজরুল ইসলাম আজাদ। মূলত আড়াইহাজারের রাজনীতিতে সংশ্লিষ্ট থাকলেও পুরো নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের উপরে তার একক কর্তৃত্ব স্থাপনের জন্য মরিয়া হয়ে উঠেছেন এই সুচতুর রাজনীতিবিদ। এমনকি তার বিরুদ্ধে বিএনপির কোনো নেতাকর্মী কথা বললে তাকে বিএনপি থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। এমনটাই দেখা গেছে অতিসম্প্রতি। আড়াইহাজারের একটি অনুষ্ঠানে নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক। এই বক্তব্যের তিন দিন পরে সংবাদ সম্মেলন করে বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন যুবদল নেতা। যদিও তিনি পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক সিদ্ধান্তের কথা বলেছেন কিন্তু আজাদের চাপেই তাকে দল ছাড়তে হয়েছে বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ আজাদ বিএনপি নেতা হলেও সরকারি দল আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে তার রয়েছে যোগসাজশ। এমনকি প্রশাসনের সাথে আঁতাত করে চলেন আজাদ। ফলে যে কাউকে ভয় দেখানো আজাদের বা হাতের কাজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ